IND vs Aus Final: মোতেরায় শুরু নীল জার্সির দাপট, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 19, 2023 | 12:25 PM

Narendra Modi Stadium: গালে তিরঙ্গা, গায়ে জার্সি, ২০০৩ এর বদলায় ফুঁসছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আজ মোতেরার গ্যালারির ৯০ শতাংশ দখলে নীল জার্সির। বিরাটের সমর্থনে তৈরি গ্যালারি। কিংয়ের উদ্দেশে বার্তা নিয়ে হাজির হয়েছেন বেশ কিছু সমর্থক।

1 / 8
তৈরি ব্যাটল গ্রাউন্ড মোতেরা। এক যুগ পর বিশ্বকাপের হাতছানি ভারতের সামনে। ভারতের হাতে বিশ্বকাপ উঠুক আশায় বুক বাঁধছে দেশবাসী। (ছবি:তুষার ঘটক)

তৈরি ব্যাটল গ্রাউন্ড মোতেরা। এক যুগ পর বিশ্বকাপের হাতছানি ভারতের সামনে। ভারতের হাতে বিশ্বকাপ উঠুক আশায় বুক বাঁধছে দেশবাসী। (ছবি:তুষার ঘটক)

2 / 8
সকাল থেকেই ভারতের সমর্থনে মোতেরায় হাজির দর্শকরা। ম্যাচ শুরু হতে হাতে রয়েছে বেশ কিছুটা সময়। তবে ধৈর্য বাঁধ মানছে না ফ্যানদের। (ছবি:তুষার ঘটক)

সকাল থেকেই ভারতের সমর্থনে মোতেরায় হাজির দর্শকরা। ম্যাচ শুরু হতে হাতে রয়েছে বেশ কিছুটা সময়। তবে ধৈর্য বাঁধ মানছে না ফ্যানদের। (ছবি:তুষার ঘটক)

3 / 8
তাই সকাল-সকাল স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছে তারা। নীল জার্সিদের দাপটে কাঁপছে মোতেরা। যত দূর চোখ যাচ্ছে শুধুই নীল।(ছবি:তুষার ঘটক)

তাই সকাল-সকাল স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছে তারা। নীল জার্সিদের দাপটে কাঁপছে মোতেরা। যত দূর চোখ যাচ্ছে শুধুই নীল।(ছবি:তুষার ঘটক)

4 / 8
হাতে নানা পোস্টার নিয়ে হাজির হয়েছে ভক্তরা। রয়েছে ট্রেন্ডিং রিলসের পোস্টারও। সকাল থেকে মঞ্চ গরম করছে ফ্যানরা।  (ছবি:তুষার ঘটক)

হাতে নানা পোস্টার নিয়ে হাজির হয়েছে ভক্তরা। রয়েছে ট্রেন্ডিং রিলসের পোস্টারও। সকাল থেকে মঞ্চ গরম করছে ফ্যানরা। (ছবি:তুষার ঘটক)

5 / 8
মাঝে মধ্য়েই কান পাতলে শোনা যাচ্ছে 'ইন্ডিয়া...ইন্ডিয়া'ধব্বনি। বিশ্বজয় থেকে আর খানিক দূরত্বে ভারত। ঘরে মাঠে ভারতের হাতে বিশ্বকাপ দেখতে মুখিয়ে দেশবাসী।  (ছবি:তুষার ঘটক)

মাঝে মধ্য়েই কান পাতলে শোনা যাচ্ছে 'ইন্ডিয়া...ইন্ডিয়া'ধব্বনি। বিশ্বজয় থেকে আর খানিক দূরত্বে ভারত। ঘরে মাঠে ভারতের হাতে বিশ্বকাপ দেখতে মুখিয়ে দেশবাসী। (ছবি:তুষার ঘটক)

6 / 8
গালে তিরঙ্গা, গায়ে জার্সি, ২০০৩ এর বদলায় ফুঁসছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আজ মোতেরার গ্যালারির ৯০ শতাংশ নীল জার্সির দখলে ।  (ছবি:তুষার ঘটক)

গালে তিরঙ্গা, গায়ে জার্সি, ২০০৩ এর বদলায় ফুঁসছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আজ মোতেরার গ্যালারির ৯০ শতাংশ নীল জার্সির দখলে । (ছবি:তুষার ঘটক)

7 / 8
বিরাটের সমর্থনে তৈরি গ্যালারি। কিংয়ের উদ্দেশে বার্তা নিয়ে হাজির হয়েছেন বেশ কিছু সমর্থক। (ছবি:তুষার ঘটক)

বিরাটের সমর্থনে তৈরি গ্যালারি। কিংয়ের উদ্দেশে বার্তা নিয়ে হাজির হয়েছেন বেশ কিছু সমর্থক। (ছবি:তুষার ঘটক)

8 / 8
একটাই আশা কোহলির হাতে উঠুক কাপ । শেষ হাসি হাসুক  মেন ইন ব্লু, আশা এটুকুই। ২০০৩ এর বদলা হোক ঘরের মাঠেই! (ছবি:তুষার ঘটক)

একটাই আশা কোহলির হাতে উঠুক কাপ । শেষ হাসি হাসুক মেন ইন ব্লু, আশা এটুকুই। ২০০৩ এর বদলা হোক ঘরের মাঠেই! (ছবি:তুষার ঘটক)

Next Photo Gallery