তৈরি ব্যাটল গ্রাউন্ড মোতেরা। এক যুগ পর বিশ্বকাপের হাতছানি ভারতের সামনে। ভারতের হাতে বিশ্বকাপ উঠুক আশায় বুক বাঁধছে দেশবাসী। (ছবি:তুষার ঘটক)
সকাল থেকেই ভারতের সমর্থনে মোতেরায় হাজির দর্শকরা। ম্যাচ শুরু হতে হাতে রয়েছে বেশ কিছুটা সময়। তবে ধৈর্য বাঁধ মানছে না ফ্যানদের। (ছবি:তুষার ঘটক)
তাই সকাল-সকাল স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছে তারা। নীল জার্সিদের দাপটে কাঁপছে মোতেরা। যত দূর চোখ যাচ্ছে শুধুই নীল।(ছবি:তুষার ঘটক)
হাতে নানা পোস্টার নিয়ে হাজির হয়েছে ভক্তরা। রয়েছে ট্রেন্ডিং রিলসের পোস্টারও। সকাল থেকে মঞ্চ গরম করছে ফ্যানরা। (ছবি:তুষার ঘটক)
মাঝে মধ্য়েই কান পাতলে শোনা যাচ্ছে 'ইন্ডিয়া...ইন্ডিয়া'ধব্বনি। বিশ্বজয় থেকে আর খানিক দূরত্বে ভারত। ঘরে মাঠে ভারতের হাতে বিশ্বকাপ দেখতে মুখিয়ে দেশবাসী। (ছবি:তুষার ঘটক)
গালে তিরঙ্গা, গায়ে জার্সি, ২০০৩ এর বদলায় ফুঁসছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আজ মোতেরার গ্যালারির ৯০ শতাংশ নীল জার্সির দখলে । (ছবি:তুষার ঘটক)
বিরাটের সমর্থনে তৈরি গ্যালারি। কিংয়ের উদ্দেশে বার্তা নিয়ে হাজির হয়েছেন বেশ কিছু সমর্থক। (ছবি:তুষার ঘটক)
একটাই আশা কোহলির হাতে উঠুক কাপ । শেষ হাসি হাসুক মেন ইন ব্লু, আশা এটুকুই। ২০০৩ এর বদলা হোক ঘরের মাঠেই! (ছবি:তুষার ঘটক)