Shubman Gill’s Childhood: ব্যাট বল নিয়ে ঘুমোতেন, কেমন কেটেছে শুভমন গিলের ছেলেবেলা?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 30, 2023 | 9:00 AM

Latest Updates Of Shubman Gill: গিলের বাবা লখবিন্দর সিং ছিলেন একজন কৃষক। ছেলে ক্রিকেটার হোক,মনে প্রাণে তা চাইতেন তাঁর বাবা। ক্রিকেট অনুশীলনের জন্য নিজের খামারে একটি মাঠ তৈরি করেছিলেন তিনি।সেখানেই অনুশীলন করতেন গিল।এরপর ছেলেকে পেশাদার ক্রিকেটার বানানোর জন্য কৃষিকাজ ছেড়ে মোহালি চলে যান তাঁরা। সেখানে কোচিং নিতেন গিল। তারপর ধাপে ধাপে এগিয়ে যান গিল। আজ আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন সেদিনের সেই ছোট্ট ছেলে।

1 / 9
বয়স মাত্র ২৪। কিন্তু এই বয়সেই বাজিমাত করছেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। এ বার সামলাবেন অধিনায়কের দায়িত্ব। (ছবি:X)

বয়স মাত্র ২৪। কিন্তু এই বয়সেই বাজিমাত করছেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। এ বার সামলাবেন অধিনায়কের দায়িত্ব। (ছবি:X)

2 / 9
নতুন বছরের আইপিএলে গুজরাট টাইটান্সের দায়িত্ব সামলাবেন গিল। ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। (ছবি:X)

নতুন বছরের আইপিএলে গুজরাট টাইটান্সের দায়িত্ব সামলাবেন গিল। ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। (ছবি:X)

3 / 9
দলকে নেতৃত্ব দেবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। ছেলেবেলা থেকে কম কসরত করেননি ক্রিকেটার হয়ে ওঠার জন্য। দেশের জার্সিতে খেলবেন স্বপ্ন দেখতেন।(ছবি:X)

দলকে নেতৃত্ব দেবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। ছেলেবেলা থেকে কম কসরত করেননি ক্রিকেটার হয়ে ওঠার জন্য। দেশের জার্সিতে খেলবেন স্বপ্ন দেখতেন।(ছবি:X)

4 / 9
কেমন কেটেছে শুভমনের ছেলেবেলা? কীভাবে আসা ক্রিকেটে? এই সব নিয়ে ভক্তদের কৌতুহল কম নয়। আসুন জেনে নেওয়া যাক এই সব প্রসঙ্গে...(ছবি:X)

কেমন কেটেছে শুভমনের ছেলেবেলা? কীভাবে আসা ক্রিকেটে? এই সব নিয়ে ভক্তদের কৌতুহল কম নয়। আসুন জেনে নেওয়া যাক এই সব প্রসঙ্গে...(ছবি:X)

5 / 9
১৯৯৯ সালের  ৮ সেপ্টেম্বর  পঞ্জাবের ফাজিলকায় জন্মগ্রহণ করেন গিল। মোহালির  মানব মঙ্গল স্মার্ট স্কুলে পড়তেন তিনি। (ছবি:X)

১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর পঞ্জাবের ফাজিলকায় জন্মগ্রহণ করেন গিল। মোহালির মানব মঙ্গল স্মার্ট স্কুলে পড়তেন তিনি। (ছবি:X)

6 / 9
 শৈশব থেকেই ক্রিকেট অন্ত প্রাণ ছিলেন গিল। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তীদের আদর্শ মানতেন।(ছবি:X)

শৈশব থেকেই ক্রিকেট অন্ত প্রাণ ছিলেন গিল। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তীদের আদর্শ মানতেন।(ছবি:X)

7 / 9
মাত্র তিন বছর থেকে ক্রিকেট খেলতেন গিল। ক্রিকেট ছাড়া আর কিছু বুঝতেন না এই তরুণ ওপেনার। এমনকি ঘুমোনর সময়ও হাত ছাড়া করতেন না সাধের ব্যাট, বল। (ছবি:X)

মাত্র তিন বছর থেকে ক্রিকেট খেলতেন গিল। ক্রিকেট ছাড়া আর কিছু বুঝতেন না এই তরুণ ওপেনার। এমনকি ঘুমোনর সময়ও হাত ছাড়া করতেন না সাধের ব্যাট, বল। (ছবি:X)

8 / 9
 গিলের বাবা লখবিন্দর সিং ছিলেন একজন কৃষক। ছেলে ক্রিকেটার হোক,মনে প্রাণে তা চাইতেন তাঁর বাবা।  ক্রিকেট অনুশীলনের জন্য নিজের খামারে একটি মাঠ তৈরি করেছিলেন তিনি।সেখানেই অনুশীলন করতেন গিল। (ছবি:X)

গিলের বাবা লখবিন্দর সিং ছিলেন একজন কৃষক। ছেলে ক্রিকেটার হোক,মনে প্রাণে তা চাইতেন তাঁর বাবা। ক্রিকেট অনুশীলনের জন্য নিজের খামারে একটি মাঠ তৈরি করেছিলেন তিনি।সেখানেই অনুশীলন করতেন গিল। (ছবি:X)

9 / 9
এরপর ছেলেকে পেশাদার ক্রিকেটার বানানোর জন্য কৃষিকাজ ছেড়ে মোহালি চলে যান তাঁরা। সেখানে কোচিং নিতেন গিল। তারপর ধাপে ধাপে এগিয়ে যান গিল। (ছবি:X)

এরপর ছেলেকে পেশাদার ক্রিকেটার বানানোর জন্য কৃষিকাজ ছেড়ে মোহালি চলে যান তাঁরা। সেখানে কোচিং নিতেন গিল। তারপর ধাপে ধাপে এগিয়ে যান গিল। (ছবি:X)

Next Photo Gallery