
বয়স মাত্র ২৪। কিন্তু এই বয়সেই বাজিমাত করছেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। এ বার সামলাবেন অধিনায়কের দায়িত্ব। (ছবি:X)

নতুন বছরের আইপিএলে গুজরাট টাইটান্সের দায়িত্ব সামলাবেন গিল। ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। (ছবি:X)

দলকে নেতৃত্ব দেবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। ছেলেবেলা থেকে কম কসরত করেননি ক্রিকেটার হয়ে ওঠার জন্য। দেশের জার্সিতে খেলবেন স্বপ্ন দেখতেন।(ছবি:X)

কেমন কেটেছে শুভমনের ছেলেবেলা? কীভাবে আসা ক্রিকেটে? এই সব নিয়ে ভক্তদের কৌতুহল কম নয়। আসুন জেনে নেওয়া যাক এই সব প্রসঙ্গে...(ছবি:X)

১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর পঞ্জাবের ফাজিলকায় জন্মগ্রহণ করেন গিল। মোহালির মানব মঙ্গল স্মার্ট স্কুলে পড়তেন তিনি। (ছবি:X)

শৈশব থেকেই ক্রিকেট অন্ত প্রাণ ছিলেন গিল। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তীদের আদর্শ মানতেন।(ছবি:X)

মাত্র তিন বছর থেকে ক্রিকেট খেলতেন গিল। ক্রিকেট ছাড়া আর কিছু বুঝতেন না এই তরুণ ওপেনার। এমনকি ঘুমোনর সময়ও হাত ছাড়া করতেন না সাধের ব্যাট, বল। (ছবি:X)

গিলের বাবা লখবিন্দর সিং ছিলেন একজন কৃষক। ছেলে ক্রিকেটার হোক,মনে প্রাণে তা চাইতেন তাঁর বাবা। ক্রিকেট অনুশীলনের জন্য নিজের খামারে একটি মাঠ তৈরি করেছিলেন তিনি।সেখানেই অনুশীলন করতেন গিল। (ছবি:X)

এরপর ছেলেকে পেশাদার ক্রিকেটার বানানোর জন্য কৃষিকাজ ছেড়ে মোহালি চলে যান তাঁরা। সেখানে কোচিং নিতেন গিল। তারপর ধাপে ধাপে এগিয়ে যান গিল। (ছবি:X)