IPL 2024: ২ কোটি বেস প্রাইস নিয়ে আইপিএলের নিলামে অংশ নেবেন কোন তারকারা?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 02, 2023 | 2:04 PM

IPL 2024 Latest Updates: ২ কোটির ঘরে রয়েছেন ভারতীয় তারকা উমেশ যাদব। ২০২৪ আইপিএলের আগে তাঁকে রিলিজ করে দিয়েছে কেকেআর। উমেশ ছাড়াও এই তালিকায় রয়েছেন কেদার যাদব। ২০২৩ মরসুমে ডেভিড উইলির পরিবর্ত হিসেবে তাঁকে দলে নিয়েছিল আরসিবি। ২ কোটি বেস প্রাইজ নিয়ে নিলামে অংশ নেবেন শার্দূল ঠাকুর। এই বছর তাঁকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আরসিবি ছেড়েছে ভারতীয় পেসার হর্ষল প্যাটেলকে। দীর্ঘদিন আরসিবির হয়ে খেলেছেন তিনি।

1 / 9
নতুন বছরেই আইপিএল। যদিও এখনও তার দিনক্ষণ নিশ্চিত হয়নি।য তবে তাতে কী! জোরকদমে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের কোটিপতি লিগের প্রস্তুতি। (ছবি:X)

নতুন বছরেই আইপিএল। যদিও এখনও তার দিনক্ষণ নিশ্চিত হয়নি।য তবে তাতে কী! জোরকদমে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের কোটিপতি লিগের প্রস্তুতি। (ছবি:X)

2 / 9
আগামী ১৯ ডিসেম্বর দুবাইটয়ের কোকাকোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো রিটেনশন তালিকা পেশ করেছে।  (ছবি:X)

আগামী ১৯ ডিসেম্বর দুবাইটয়ের কোকাকোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো রিটেনশন তালিকা পেশ করেছে। (ছবি:X)

3 / 9
কোন প্লেয়ারদের রাখতে চায় ও কাদের ছেড়ে দিতে চায় তা জানিয়ে দিয়েছে দলগুলো। এ বার প্লেয়ারদের তরফেও বেস প্রাইজ রেজিস্টার করা হয়ে গিয়েছে। ২ কোটি বেস প্রাইস রয়েছে কোন তারকাদের?  (ছবি:X)

কোন প্লেয়ারদের রাখতে চায় ও কাদের ছেড়ে দিতে চায় তা জানিয়ে দিয়েছে দলগুলো। এ বার প্লেয়ারদের তরফেও বেস প্রাইজ রেজিস্টার করা হয়ে গিয়েছে। ২ কোটি বেস প্রাইস রয়েছে কোন তারকাদের? (ছবি:X)

4 / 9
২ কোটি বেস প্রাইসে নিজেকে রেজিস্টার করেছেন ইংলিশ তারকা টম ব্যান্টন। ২০২০ সালে তাঁকে ১ কোটি দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।  (ছবি:X)

২ কোটি বেস প্রাইসে নিজেকে রেজিস্টার করেছেন ইংলিশ তারকা টম ব্যান্টন। ২০২০ সালে তাঁকে ১ কোটি দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। (ছবি:X)

5 / 9
এই তালিকায় রয়েছেন আর এক ইংলিশ তারকা হ্যারি ব্রুক। ২০২৩ সালে ১৩.২৫ কোটি খরচ করে তাঁক দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এ বার তাঁকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ।  (ছবি:X)

এই তালিকায় রয়েছেন আর এক ইংলিশ তারকা হ্যারি ব্রুক। ২০২৩ সালে ১৩.২৫ কোটি খরচ করে তাঁক দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এ বার তাঁকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। (ছবি:X)

6 / 9
২ কোটি বেস প্রাইসে রেজিস্টার করেছেন ইংলিশ তারকাও বেন ডাকেটও। এই তালিকায় রয়েছেন জেমি ওভারটনও। এই তালিকায় রয়েছেন আদিল রশিদও।  (ছবি:X)

২ কোটি বেস প্রাইসে রেজিস্টার করেছেন ইংলিশ তারকাও বেন ডাকেটও। এই তালিকায় রয়েছেন জেমি ওভারটনও। এই তালিকায় রয়েছেন আদিল রশিদও। (ছবি:X)

7 / 9
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নজর কেড়েছেন ক্রিস ওকস  ও ডেভিড উইলি। দলের পারফরম্যান্স যাই হোক না কেন ব্যক্তিগত পারফরম্যান্সে জোর দিয়েছিলেন দুইন তারকা। এ বার আইপিলের জন্য ২ কোটি বেস প্রাইস রেখেছেন  নিজেদের।  (ছবি:X)

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নজর কেড়েছেন ক্রিস ওকস ও ডেভিড উইলি। দলের পারফরম্যান্স যাই হোক না কেন ব্যক্তিগত পারফরম্যান্সে জোর দিয়েছিলেন দুইন তারকা। এ বার আইপিলের জন্য ২ কোটি বেস প্রাইস রেখেছেন নিজেদের। (ছবি:X)

8 / 9
২ কোটির ঘরে রয়েছেন ভারতীয় তারকা উমেশ যাদব। ২০২৪ আইপিএলের আগে তাঁকে রিলিজ করে দিয়েছে  কেকেআর। উমেশ ছাড়াও এই তালিকায় রয়েছেন কেদার যাদব। ২০২৩ মরসুমে ডেভিড উইলির পরিবর্ত হিসেবে তাঁকে দলে নিয়েছিল আরসিবি।  (ছবি:X)

২ কোটির ঘরে রয়েছেন ভারতীয় তারকা উমেশ যাদব। ২০২৪ আইপিএলের আগে তাঁকে রিলিজ করে দিয়েছে কেকেআর। উমেশ ছাড়াও এই তালিকায় রয়েছেন কেদার যাদব। ২০২৩ মরসুমে ডেভিড উইলির পরিবর্ত হিসেবে তাঁকে দলে নিয়েছিল আরসিবি। (ছবি:X)

9 / 9
২ কোটি বেস প্রাইস নিয়ে নিলামে অংশ নেবেন শার্দূল ঠাকুর। এই বছর তাঁকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আরসিবি ছেড়েছে ভারতীয় পেসার হর্ষল প্যাটেলকে। দীর্ঘদিন আরসিবির হয়ে খেলেছেন তিনি।  (ছবি:X)

২ কোটি বেস প্রাইস নিয়ে নিলামে অংশ নেবেন শার্দূল ঠাকুর। এই বছর তাঁকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আরসিবি ছেড়েছে ভারতীয় পেসার হর্ষল প্যাটেলকে। দীর্ঘদিন আরসিবির হয়ে খেলেছেন তিনি। (ছবি:X)

Next Photo Gallery