Bangla NewsPhoto gallerySports photos Check out Virat Kohli and Shubman Gill's fantastic mood in practice session just before India Pakistan Clash in ICC ODI world cup 2023
IND vs PAK, World Cup 2023: ভারত-পাক ম্যাচের আগে ‘প্রিন্স’ ও ‘কিং কোহলি’র মুড, দেখুন ছবিতে
Virat Kohli-Shubman Gill: এক জনকে বলা হয় কিং কোহলি, আর একজন ‘প্রিন্স অফ ক্রিকেট’। এ এবছর স্বপ্নের ফর্মে প্রিন্স। তেমনই বরাবরের মতোই ভরসা দিচ্ছেন কিং কোহলি। ভারত-পাকিস্তান দ্বৈরথে বরাবরই ফ্যাক্টর বিরাট। গত বছর টি-২০ বিশ্বকাপে কানায়-কানায় পূর্ণ মেলবোর্ন স্টেডিয়ামে খাদের কিনারা থেকে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন বিরাট। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দলের অন্যতম ভরসা তিনি। ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে চূড়ান্ত অনুশীলনে মেজাজে প্রিন্স ও কিং।