টেস্ট থেকে ওডিআই, সবেতেই বিরাট রাজ, রইল কিং কোহলির রেকর্ডের তালিকা
Virat Kohli: তেইশের বিশ্বকাপেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন তিনি। ওডিআইতে ৫০ তম সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে গিয়েছেন তিনি। এই আবহে জেনে নিন তিন ফর্ম্যাট মিলিয়ে কত সেঞ্চুরির মালিক কিং কোহলি।