ODI World Cup: বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় শীর্ষে গেইল, সচিন কত নম্বরে?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 14, 2023 | 12:08 PM
Most Sixes in ODI World Cup: ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। এ বারের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বলে টিম ইন্ডিয়ার উপর একাধিক ভারতীয় সমর্থকদের আস্থা বেড়ে গিয়েছে। এ বার দেখার রোহিত শর্মার অধীনে ভারতে তৃতীয় বিশ্বকাপ ট্রফি আসে কিনা। তার আগে ফেরা যাক অতীতে। এর আগে ওডিআই বিশ্বকাপে চার, ছয়, অর্ধশতরান, শতরান কম হয়নি। এই প্রতিবেদনে জেনে নিন ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারা ১০ ক্রিকেটার কারা।
1 / 10
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ক্রিকেট বিশ্বকাপে তিনি ৩৫টি ম্যাচে মোট ৪৯টি ছয় মেরেছিলেন। (ছবি-টুইটার)
2 / 10
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স। ওডিআই বিশ্বকাপে তিনি ২৩টি ম্যাচে খেলেছিলেন। তাতে এবিডির ব্যাট থেকে এসেছিল ৩৭টি ছয়। (ছবি-টুইটার)
3 / 10
ওডিআই বিশ্বকাপে মোট ৪৬টি ম্যাচে খেলেছিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। ওডিআই বিশ্বকাপের সেই ৪৬ ম্যাচে ৩১টি ছয় মেরেছিলেন পন্টিং। (ছবি-টুইটার)
4 / 10
প্রাক্তন কিউয়ি কিংবদন্তি ব্রেন্ডন ম্যাকালাম ২০০৩ থেকে ২০১৫ সালের মধ্যে ওডিআই বিশ্বকাপে মোট ৩৪টি ম্যাচে খেলেছিলেন। তাতে তিনি ২৯টি ছয় মেরেছিলেন। (ছবি-টুইটার)
5 / 10
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শল গিবস। তিনি ক্রিকেট বিশ্বকাপের ২৫টি ম্যাচে ২৮টি ছয় মেরেছিলেন। (ছবি-টুইটার)
6 / 10
এই তালিকায় ছয় নম্বরে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্য। ১৯৯২ থেকে ২০০৭ সাল অবধি ওডিআই বিশ্বকাপে ৩৮টি ম্যাচে খেলেছিলেন তিনি। তাতে তিনি ২৭টি ছক্কা হাঁকিয়েছিলেন। (ছবি-টুইটার)
7 / 10
আইসিসি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারা ক্রিকেটারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ওডিআই বিশ্বকাপে তিনি ৪৫টি ম্যাচে খেলেছিলেন। তাতে মাস্টার ব্লাস্টার ২৭টি ছয় মেরেছিলেন। (ছবি-টুইটার)
8 / 10
এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যান। ২০০৭-২০১৯ সাল অবধি ওডিআই বিশ্বকাপের ২৯টি ম্যাচে খেলেছিলেন তিনি। তাতে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৬টি ছয়। (ছবি-টুইটার)
9 / 10
ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় নয় নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ওডিআই বিশ্বকাপের ২১টি ম্যাচে ২৫টি ছয় মেরেছিলেন। (ছবি-টুইটার)
10 / 10
এই তালিকায় ১০ নম্বরে রয়েছেন অজি তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। ওডিআই বিশ্বকাপের ১৮টি ম্যাচে ফিঞ্চের ব্যাটে এসেছিল ২৪টি ছয়। (ছবি-টুইটার)