শুরু হয়ে গিয়েছে আইপিএলের তোড়জোড়। গতকাল, অর্থাৎ মঙ্গলবার দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসেছিল নিলামের আসর। (ছবি:সোশ্যাল মিডিয়া)
দুবাইয়ের নিলাম ঘর একের পর এক চমক উপহার দিয়েছে। ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাদ নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সও। (ছবি:সোশ্যাল মিডিয়া)
অজি অধিনায়ক প্যাট কামিন্সকে ২০.৫ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিকেটের মেগা ইভেন্টে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
বিদেশিদের বেতনের কাছে কিছুই নয় ভারতীয় তারকাদের পারিশ্রমিক। আইপিএল খেলে বুমরাসহ ভারতের স্টার প্লেয়াররা কত টাকা পান জানেন? চোখ বুলিয়ে নিন এক বার...(ছবি:সোশ্যাল মিডিয়া)
নতুন বছরের আইপিএলের জন্য জসপ্রীত বুমরাকে ধরে রেখেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। নীল জার্সিতে আইপিএল খেলে ১৩ কোটি টাকা পান বুমরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
ওডিআই বিশ্বকাপে ঝড় তুলেছিলেন মহম্মদ সামি। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তিনি। কত টাকা বেতন পান জানেন সামি? মাত্র ৬.২৫ কোটি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
বিশ্বজোড়া খ্যাতি তাঁর। একডাকে তাঁকে সকলেই চেনেন। তিনি আর কেউ নন ক্রিকেটের রাজা বিরাট কোহলি। আইপিএলে বেঙ্গালুরুর লাল জার্সিতেই ধরা দেন দেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)
বিরাটের মতো তারকা প্লেয়ার আইপিএল খেলে ১৭ কোটি টাকা পান। নতুন বছরেও আরসিবির হয়েই খেলবেন তিনি। তার পরিবর্তে যে অর্থ তিনি পাবেন তা স্টার্ক কিংবা কামিন্সের প্রাপ্যর চেয়ে অনেকটাই কম। (ছবি:সোশ্যাল মিডিয়া)