Unusual jobs of Cricketers : পেশা বদলে সফল ক্রিকেটার যাঁরা, তালিকায় হাবিলদার থেকে মাঠকর্মী

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 17, 2023 | 10:00 AM

সারা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। এই খেলার সঙ্গে যুক্ত মানুষরাও তাই অগাধ জনপ্রিয়তা পান। তাঁদের অতীত জীবন সম্পর্কে কাঁটাছেঁড়া শুরু হয়। তাতেই জানা গিয়েছে, বেশ কিছু ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগে অন্য পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীকালে ক্রিকেটের প্রতি ভালোবাসা ও কঠোর পরিশ্রমের জেরে ২২ গজের দুনিয়ায় নিজেদের প্রমাণ করেছেন।

1 / 8
২০১৯ ওডিআই বিশ্বকাপের সময় উইকেট নেওয়ার পর মিলিটারি কায়দায় তাঁর স্যালুট সেলিব্রেশন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। খোঁজ পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি পেসার শেলডন কটরেলের অতীত জীবন নিয়ে। (ছবি:টুইটার)

২০১৯ ওডিআই বিশ্বকাপের সময় উইকেট নেওয়ার পর মিলিটারি কায়দায় তাঁর স্যালুট সেলিব্রেশন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। খোঁজ পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি পেসার শেলডন কটরেলের অতীত জীবন নিয়ে। (ছবি:টুইটার)

2 / 8
তাতে জানা গিয়েছে, ক্রিকেট জগতে প্রবেশের আগে জামাইকার প্রতিরক্ষা বিভাগের একজন সদস্য ছিলেন কটরেল। তাঁর স্যালুট সেলিব্রেশন বেশ জনপ্রিয়। ২টি টেস্ট, ৩৮টি ওডিআই এবং ৪৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন শেলডন কটরেল। (ছবি:টুইটার)

তাতে জানা গিয়েছে, ক্রিকেট জগতে প্রবেশের আগে জামাইকার প্রতিরক্ষা বিভাগের একজন সদস্য ছিলেন কটরেল। তাঁর স্যালুট সেলিব্রেশন বেশ জনপ্রিয়। ২টি টেস্ট, ৩৮টি ওডিআই এবং ৪৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন শেলডন কটরেল। (ছবি:টুইটার)

3 / 8
মার্নাস লাবুশেন: অস্ট্রেলিয়ার এই স্টাইলিশ ব্যাটার জাতীয় দলে প্রবেশের আগে চ্যানেল ৯-এ কাজ করতেন। হটস্পট বয়ের কাজ ছিল লাবুশেনের। বর্তমানে অস্ট্রেলিয়ার হয়ে ৩৮টি টেস্ট ও ৩০টি ওডিআই ম্যাচ খেলে ফেলেছেন। (ছবি:টুইটার)

মার্নাস লাবুশেন: অস্ট্রেলিয়ার এই স্টাইলিশ ব্যাটার জাতীয় দলে প্রবেশের আগে চ্যানেল ৯-এ কাজ করতেন। হটস্পট বয়ের কাজ ছিল লাবুশেনের। বর্তমানে অস্ট্রেলিয়ার হয়ে ৩৮টি টেস্ট ও ৩০টি ওডিআই ম্যাচ খেলে ফেলেছেন। (ছবি:টুইটার)

4 / 8
অস্ট্রেলিয়ার স্পিন বিভাগের প্রধান মুখ। নাথান লিয়ঁ অতীত জীবনে ক্রিকেটের সঙ্গেই যুক্ত ছিলেন। তবে একজন গ্রাউন্ড স্টাফ হিসেবে। অ্যাডিলেডের একটি মাঠের দায়িত্ব ছিল তাঁর। (ছবি:টুইটার)

অস্ট্রেলিয়ার স্পিন বিভাগের প্রধান মুখ। নাথান লিয়ঁ অতীত জীবনে ক্রিকেটের সঙ্গেই যুক্ত ছিলেন। তবে একজন গ্রাউন্ড স্টাফ হিসেবে। অ্যাডিলেডের একটি মাঠের দায়িত্ব ছিল তাঁর। (ছবি:টুইটার)

5 / 8
গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করায় পিচ সম্পর্কে তাঁর অভিজ্ঞতা প্রচুর। লিয়ঁ এখনও পর্যন্ত দেশের হয়ে ১২০টি টেস্ট, ২৯টি ওডিআই এবং ২টি টি-২০ ম্যাচ খেলেছেন। (ছবি:টুইটার)

গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করায় পিচ সম্পর্কে তাঁর অভিজ্ঞতা প্রচুর। লিয়ঁ এখনও পর্যন্ত দেশের হয়ে ১২০টি টেস্ট, ২৯টি ওডিআই এবং ২টি টি-২০ ম্যাচ খেলেছেন। (ছবি:টুইটার)

6 / 8
একটা সময় ব্রেট লি ও শোয়েব আখতারের সঙ্গে তুলনা করা হত। কিন্তু চোট আঘাতেই কেরিয়ার শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের স্পিডস্টার শেন বন্ডের। ক্রিকেটে পা রাখার আগে বন্ড ট্রাফিক পুলিশে কাজ করতেন।  (ছবি:টুইটার)

একটা সময় ব্রেট লি ও শোয়েব আখতারের সঙ্গে তুলনা করা হত। কিন্তু চোট আঘাতেই কেরিয়ার শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের স্পিডস্টার শেন বন্ডের। ক্রিকেটে পা রাখার আগে বন্ড ট্রাফিক পুলিশে কাজ করতেন। (ছবি:টুইটার)

7 / 8
মহেন্দ্র সিং ধোনির গল্পটা কারও অজানা নয়। দেশকে জোড়া বিশ্বকাপ ট্রফি জেতানো মহেন্দ্র সিং ধোনি অতীতে প্রচুর সংগ্রাম করেছেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে ক্রিকেট নিয়ে বাঁচলেও, বেঁচে থাকার জন্য একটা সময় ট্রেনের টিকিট চেকারের চাকরি বেছে নিতে হয়েছিল। (ছবি:টুইটার)

মহেন্দ্র সিং ধোনির গল্পটা কারও অজানা নয়। দেশকে জোড়া বিশ্বকাপ ট্রফি জেতানো মহেন্দ্র সিং ধোনি অতীতে প্রচুর সংগ্রাম করেছেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে ক্রিকেট নিয়ে বাঁচলেও, বেঁচে থাকার জন্য একটা সময় ট্রেনের টিকিট চেকারের চাকরি বেছে নিতে হয়েছিল। (ছবি:টুইটার)

8 / 8
খড়্গপুর স্টেশনে টিসির কাজে যুক্ত কাঁধ ছাপানো চুলের ছেলেটা একদিন বিশ্বজয় করবে তা কে জানত? (ছবি:টুইটার)

খড়্গপুর স্টেশনে টিসির কাজে যুক্ত কাঁধ ছাপানো চুলের ছেলেটা একদিন বিশ্বজয় করবে তা কে জানত? (ছবি:টুইটার)

Next Photo Gallery