IPL Stats: প্লেয়ার-কোচ দুই ভূমিকায়ই IPL জিতেছেন যাঁরা…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 13, 2023 | 10:00 AM

IPL Won as Player-Coach: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের শুরু হয়েছিল সেই ২০০৮ সালে। উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের বছরই। ১৫ বছরে টুর্নামেন্টের জনপ্রিয়তা এক বিন্দু কমেনি। বরং প্রতিনিয়ত এর আকর্ষণ বাড়ছে। ১৯ ডিসেম্বর আগামী আইপিএলের নিলাম। তার আগে দেখে নেওয়া যাক একটা দারুণ তথ্য। আইপিএলের ইতিহাসে এমন কয়েকজন তারকা, যাঁরা প্লেয়ার হিসেবেও খেতাব জিতেছেন আবার কোচ কিংবা মেন্টর হিসেবেও।

1 / 8
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের শুরু হয়েছিল সেই ২০০৮ সালে। উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের বছরই। ছবি: X

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের শুরু হয়েছিল সেই ২০০৮ সালে। উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের বছরই। ছবি: X

2 / 8
গত ১৫ বছরে টুর্নামেন্টের জনপ্রিয়তা এক বিন্দু কমেনি। বরং প্রতিনিয়ত এর আকর্ষণ বাড়ছে। ১৯ ডিসেম্বর আগামী আইপিএলের নিলাম। তার আগে দেখে নেওয়া যাক একটা দারুণ তথ্য। ছবি: X

গত ১৫ বছরে টুর্নামেন্টের জনপ্রিয়তা এক বিন্দু কমেনি। বরং প্রতিনিয়ত এর আকর্ষণ বাড়ছে। ১৯ ডিসেম্বর আগামী আইপিএলের নিলাম। তার আগে দেখে নেওয়া যাক একটা দারুণ তথ্য। ছবি: X

3 / 8
আইপিএলের ইতিহাসে এমন কয়েকজন তারকা, যাঁরা প্লেয়ার হিসেবেও খেতাব জিতেছেন আবার কোচ কিংবা মেন্টর হিসেবেও। সেই তালিকায় প্রথম নাম প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। ছবি: X

আইপিএলের ইতিহাসে এমন কয়েকজন তারকা, যাঁরা প্লেয়ার হিসেবেও খেতাব জিতেছেন আবার কোচ কিংবা মেন্টর হিসেবেও। সেই তালিকায় প্রথম নাম প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। ছবি: X

4 / 8
আইপিএলের উদ্বোধনী সংস্করণ অর্থাৎ ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের প্লেয়ার কাম কোচ ছিলেন শেন ওয়ার্ন। প্রথম বারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। ব্যক্তিগত নজিরও গড়েন ওয়ার্ন। ছবি: X

আইপিএলের উদ্বোধনী সংস্করণ অর্থাৎ ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের প্লেয়ার কাম কোচ ছিলেন শেন ওয়ার্ন। প্রথম বারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। ব্যক্তিগত নজিরও গড়েন ওয়ার্ন। ছবি: X

5 / 8
তালিকায় তাঁর পরই রয়েছে আরেক অজি ক্রিকেটারের নাম। পরবর্তীতে যিনি অস্ট্রেলিয়ার কোচও হয়েছিলেন। ড্যারেন লেম্যান। উদ্বোধনী আইপিএলে রাজস্থান রয়্যালসে শেন ওয়ার্নের সতীর্থ ছিলেন ড্যারেন। পরবর্তী আইপিএলেই ডেকান চার্জার্সের কোচ হিসেবে ট্রফি জেতেন। ছবি: X

তালিকায় তাঁর পরই রয়েছে আরেক অজি ক্রিকেটারের নাম। পরবর্তীতে যিনি অস্ট্রেলিয়ার কোচও হয়েছিলেন। ড্যারেন লেম্যান। উদ্বোধনী আইপিএলে রাজস্থান রয়্যালসে শেন ওয়ার্নের সতীর্থ ছিলেন ড্যারেন। পরবর্তী আইপিএলেই ডেকান চার্জার্সের কোচ হিসেবে ট্রফি জেতেন। ছবি: X

6 / 8
কোচ এবং প্লেয়ার হিসেবে ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের কোচ। ছবি: X

কোচ এবং প্লেয়ার হিসেবে ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের কোচ। ছবি: X

7 / 8
মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার হিসেবে ২০১৩ সালে ট্রফি জিতেছিলেন রিকি পন্টিং। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে ট্রফি জেতেন। রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। ছবি: X

মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার হিসেবে ২০১৩ সালে ট্রফি জিতেছিলেন রিকি পন্টিং। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে ট্রফি জেতেন। রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। ছবি: X

8 / 8
তালিকায় ভারতীয় ক্রিকেটারও রয়েছেন। তিনি গুজরাট টাইটান্সের মেন্টর আশিস নেহরা। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়ন হন নেহরা। আইপিএলে অভিষেক মরসুমেই গুজরাট টাইটান্সের মেন্টর হিসেবে ট্রফি। ছবি: X

তালিকায় ভারতীয় ক্রিকেটারও রয়েছেন। তিনি গুজরাট টাইটান্সের মেন্টর আশিস নেহরা। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়ন হন নেহরা। আইপিএলে অভিষেক মরসুমেই গুজরাট টাইটান্সের মেন্টর হিসেবে ট্রফি। ছবি: X

Next Photo Gallery