Messi vs Ronaldo: রোনাল্ডো যেন জেমস বন্ড, আর মেসি হলেন ফ্যামিলি ম্যান!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 25, 2023 | 10:31 AM

Cristiano Ronaldo vs Lionel Messi: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি লিওনেল মেসি, কে সেরা ফুটবলার? এই নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চর্চার অন্ত নেই। পর্তুগিজ তারকা সিআর সেভেনের ফ্যান ফলোয়ার্স প্রচুর। আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসির ভক্তর ঢলও যে কাউকে চমকে দেবে। দু'জনই মাঠে গোল করতে ওস্তাদ। অবশ্য একদিক থেকে মেসির থেকে এগিয়ে রোনাল্ডো। তা হল তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা।

1 / 8
বর্তমান প্রজন্মের চোখে সেরার সেরা ফুটবলার কে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নাকি লিওনেল মেসি (Lionel Messi)? দুই মহাতারকার ভক্তরা এই নিয়ে জোর আলোচনা করে। দু'জনের ক্লাব ও দেশের জার্সিতে গোলের পরিসংখ্যান এমনই যে তা নিয়ে আলোচনা করার মতোই। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

বর্তমান প্রজন্মের চোখে সেরার সেরা ফুটবলার কে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নাকি লিওনেল মেসি (Lionel Messi)? দুই মহাতারকার ভক্তরা এই নিয়ে জোর আলোচনা করে। দু'জনের ক্লাব ও দেশের জার্সিতে গোলের পরিসংখ্যান এমনই যে তা নিয়ে আলোচনা করার মতোই। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
বর্তমানে আল নাসেরের হয়ে খেলেন রোনাল্ডো। চলতি বছরে সৌদি আরবের ক্লাবের হয়ে ৩২টি ম্যাচে ৩১টি গোল করেছেন রোনাল্ডো। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

বর্তমানে আল নাসেরের হয়ে খেলেন রোনাল্ডো। চলতি বছরে সৌদি আরবের ক্লাবের হয়ে ৩২টি ম্যাচে ৩১টি গোল করেছেন রোনাল্ডো। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

3 / 8
লিওনেল মেসিকে দেখা যায় ইন্টার মায়ামিতে খেলতে। চলতি বছরে ১৪টি ম্যাচে মায়ামিতে মেসি ১১টি গোল করেছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

লিওনেল মেসিকে দেখা যায় ইন্টার মায়ামিতে খেলতে। চলতি বছরে ১৪টি ম্যাচে মায়ামিতে মেসি ১১টি গোল করেছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

4 / 8
রোনাল্ডো পুরো কেরিয়ার জুড়ে অনেক কিছু পেয়েছেন। কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি। পর্তুগালের জার্সিতে ২০৫টি ম্যাচে ১২৮টি গোল করেছেন তিনি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

রোনাল্ডো পুরো কেরিয়ার জুড়ে অনেক কিছু পেয়েছেন। কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি। পর্তুগালের জার্সিতে ২০৫টি ম্যাচে ১২৮টি গোল করেছেন তিনি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

5 / 8
আর্জেন্টিনার জার্সিতে ১৮০টি ম্যাচে ১০৬টি গোল করেছেন মেসি। কেরিয়ারজুড়ে মেসির একাধিক প্রাপ্তির মধ্যে রয়েছে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

আর্জেন্টিনার জার্সিতে ১৮০টি ম্যাচে ১০৬টি গোল করেছেন মেসি। কেরিয়ারজুড়ে মেসির একাধিক প্রাপ্তির মধ্যে রয়েছে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

6 / 8
ক্লাব হোক বা দেশের জার্সিতে রোনাল্ডো এবং মেসি গোলের পর গোল করে শিরোনামে এসেছেন। মেসি-রোনাল্ডোকে নিয়ে আলোচনা থামার নয়। তবে একটি দিক থেকে রোনাল্ডোর থেকে পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ক্লাব হোক বা দেশের জার্সিতে রোনাল্ডো এবং মেসি গোলের পর গোল করে শিরোনামে এসেছেন। মেসি-রোনাল্ডোকে নিয়ে আলোচনা থামার নয়। তবে একটি দিক থেকে রোনাল্ডোর থেকে পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

7 / 8
রোনাল্ডোর ব্যক্তিগত জীবন একাধিকবার আলোচনায় উঠে এসেছে। কারণ, একাধিক বান্ধবী ছিল তাঁর। অতীতে বিভিন্ন সময় রোনাল্ডোকে আলাদা আলাদা মহিলার সঙ্গে ডেট করতেও দেখা যেত। অবশ্য মডেল জর্জিনা রডরিগজের সঙ্গে ২০১৬ সাল থেকে রয়েছেন রোনাল্ডো। তাই তিনি যেন জেমস বন্ড! কিন্তু মেসি যেন আদ্যপান্ত ফ্যামিলি ম্যান। স্ত্রী, সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন। আন্তোনেলার সঙ্গে ছাড়া তাঁর ডেটিং নিয়ে বেশি আলোচনা হয়নি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

রোনাল্ডোর ব্যক্তিগত জীবন একাধিকবার আলোচনায় উঠে এসেছে। কারণ, একাধিক বান্ধবী ছিল তাঁর। অতীতে বিভিন্ন সময় রোনাল্ডোকে আলাদা আলাদা মহিলার সঙ্গে ডেট করতেও দেখা যেত। অবশ্য মডেল জর্জিনা রডরিগজের সঙ্গে ২০১৬ সাল থেকে রয়েছেন রোনাল্ডো। তাই তিনি যেন জেমস বন্ড! কিন্তু মেসি যেন আদ্যপান্ত ফ্যামিলি ম্যান। স্ত্রী, সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন। আন্তোনেলার সঙ্গে ছাড়া তাঁর ডেটিং নিয়ে বেশি আলোচনা হয়নি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

8 / 8
মেসি-নেইমারের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তো চলেই। নেইমারের ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয় না। তাঁর প্রেমিকার তালিকাটাও নেহাতই ছোট নয়। অবশ্য বর্তমানে তাঁর সঙ্গী ব্রুনা বিয়ানকার্ডি। কয়েকদিন আগেই তাঁরা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

মেসি-নেইমারের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তো চলেই। নেইমারের ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয় না। তাঁর প্রেমিকার তালিকাটাও নেহাতই ছোট নয়। অবশ্য বর্তমানে তাঁর সঙ্গী ব্রুনা বিয়ানকার্ডি। কয়েকদিন আগেই তাঁরা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

Next Photo Gallery
Ravichandran Ashwin: ভারতীয় দলের সবচেয়ে বড় শত্রু কে? খোলসা করেলেন অশ্বিন
Karthik Madhira: ব্যাট ছেড়ে বন্দুকই সঙ্গী হয়েছে, জানুন এই ক্রিকেটারের জীবনের গল্প