
আজকের পর সিএসকে-র জার্সিতে মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট হাতে নামতে দেখা যাবে? উত্তর কারও জানা নেই। আজ রবিবার, ২০২৩ আইপিএলের ফাইনাল। দলকে দশম বার ফাইনালে তুলেছেন মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম আইপিএল ট্রফির হাতছানি সিএসকের সামনে। (ছবি:টুইটার)

রবিবার আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি মাহির হাতে দেখতে চায় আপামর ক্রিকেট সমর্থক। ক্রিকেট কেরিয়ারের শেষবেলায় সেটাই হবে যোগ্য সম্মান। (ছবি:টুইটার)

অনেকে বলছেন, ২০২৩ মরসুমটাই তাঁর শেষ আইপিএল। আবার অনেকে মাহিকে দেখতে চান পরের বছরও। ধোনি কবে ময়দান ছাড়বেন? এই উত্তর একমাত্র তিনিই দিতে পারবেন। (ছবি:টুইটার)

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ইনস্টাগ্রামে মাত্র তিন থেকে চারটি শব্দের একটি পোস্টে। সেভাবেই হয়তো হঠাৎ কোনও একদিন ব্যাট তুলে রাখার ঘোষণা করে দেবেন। (ছবি:টুইটার)

রবিবার ম্যাচের আগে সিএসকে-র টুইটার পেজ থেকে বুক ছাঁৎ করে উঠেছে ধোনি ভক্তদের। বিভিন্ন সিজনে, বিভিন্ন মুডে ধোনির খান দশেক ছবি। (ছবি:টুইটার)

ক্যাপশনে লেখা, "মাই ডিয়ার থালা। যখনই আপনি মাঠে নামেন আমাদের মনে প্রজাপতি ওড়ে।" (ছবি:টুইটার)

পোস্টের নিচে আবেগে ভাসলেন ধোনি অনুরাগীরা। একজন লিখলেন, "হয়তো শেষবারের মতো আমরা ধোনিকে খেলতে দেখব।" (ছবি:টুইটার)

অন্য একজন লিখলেন, "আমার ক্যাপ্টেন, আজ তুমি করে দেখাও। আমার জীবনে কোনও আনন্দ বেঁচে নেই। তোমার জয় আমাকে কিছুটা আনন্দ দিতে পারে।"