CSK: ইয়েলোব্রিগেডের ম্যাজিক! সিএসকে থিমের এই রেস্তোরাঁ কোথায় জানেন?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 13, 2023 | 8:00 AM
CSK Themed Restaurant: ইয়েলোব্রিগেডের ম্যাজিক ছড়িয়ে রয়েছে সর্বত্র। দেশে তো বটেই, বিদেশেও রয়েছেন একাধিক সিএসকে ভক্তরা। সম্প্রতি টুইটারে এক সিএসকে থিম ভিত্তিক রেস্তোরাঁর ছবি ভাইরাল হয়েছে। আপনি কি জানেন মহেন্দ্র সিং ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংসকে কেন্দ্র করে এই রেস্তোরাঁ কোথায় রয়েছে?
1 / 8
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন বলে এই দলটাকে প্রচুর ক্রিকেট প্রেমী সমর্থন করেন। দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন সিএসকের সমর্থকরা। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
2 / 8
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সিএসকে রেস্তোরাঁর ছবি ভাইরাল হয়েছে। এরপর থেকে ওই রেস্তোরাঁ নিয়ে খোঁজ করছেন সিএসকে প্রেমীরা। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
3 / 8
আসলে এই রেস্তোরাঁ ভারতে নয়, ওমানের রাজধানী মাস্কটে রয়েছে। তার নাম সিএসকে রেস্তোরাঁ। এটি চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একটি রেস্তোরাঁ (CSK Themed Restaurant)। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
4 / 8
ওমানের এই সিএসকে রেস্তোরাঁতে লোভনীয় সব খাবার পাওয়া যায়। জুস, ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, ডিম, লাঞ্চ, ধোসা ও ডেজার্টের বিভিন্ন পদ এখানে পাওয়া যায়। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
5 / 8
সিএসকে ভিত্তিক রেস্তোরাঁয় প্রায় ১৪ রকম ধোসা পাওয়া যায়। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
6 / 8
২০২৩ সালে যে দিন পঞ্চম বার আইপিএল ট্রফি ঘরে তুলেছিল সিএসকে সেদিন এই রেস্তোরাঁয় কেক কেটে সেলিব্রেট করা হয়েছিল। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
7 / 8
ওমানের রাজধানী মাস্কটে সিএসকে রেস্তোরাঁটির নাম প্রথমে রাখা হয়েছিল সিএসকে ক্যাফে। পরে তার নাম পরিবর্তন করে করা হয় সিএসকে রেস্তোরাঁ। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
8 / 8
এই সিএসকে রেস্তোরাঁর পরিবেশ এখানে আসা প্রত্যেক খাদ্যরসিককে চেন্নাই সুপার কিংসের একটা আমেজ দেয়। তাঁরাও তখন হয়ে ওঠেন ইয়েলোব্রিগেডের একটা অংশ। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)