মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন বলে এই দলটাকে প্রচুর ক্রিকেট প্রেমী সমর্থন করেন। দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন সিএসকের সমর্থকরা। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সিএসকে রেস্তোরাঁর ছবি ভাইরাল হয়েছে। এরপর থেকে ওই রেস্তোরাঁ নিয়ে খোঁজ করছেন সিএসকে প্রেমীরা। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
আসলে এই রেস্তোরাঁ ভারতে নয়, ওমানের রাজধানী মাস্কটে রয়েছে। তার নাম সিএসকে রেস্তোরাঁ। এটি চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একটি রেস্তোরাঁ (CSK Themed Restaurant)। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
ওমানের এই সিএসকে রেস্তোরাঁতে লোভনীয় সব খাবার পাওয়া যায়। জুস, ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, ডিম, লাঞ্চ, ধোসা ও ডেজার্টের বিভিন্ন পদ এখানে পাওয়া যায়। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
সিএসকে ভিত্তিক রেস্তোরাঁয় প্রায় ১৪ রকম ধোসা পাওয়া যায়। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
২০২৩ সালে যে দিন পঞ্চম বার আইপিএল ট্রফি ঘরে তুলেছিল সিএসকে সেদিন এই রেস্তোরাঁয় কেক কেটে সেলিব্রেট করা হয়েছিল। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
ওমানের রাজধানী মাস্কটে সিএসকে রেস্তোরাঁটির নাম প্রথমে রাখা হয়েছিল সিএসকে ক্যাফে। পরে তার নাম পরিবর্তন করে করা হয় সিএসকে রেস্তোরাঁ। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)
এই সিএসকে রেস্তোরাঁর পরিবেশ এখানে আসা প্রত্যেক খাদ্যরসিককে চেন্নাই সুপার কিংসের একটা আমেজ দেয়। তাঁরাও তখন হয়ে ওঠেন ইয়েলোব্রিগেডের একটা অংশ। (Pic Courtesy - CSK Restaurant Ghala Facebook)