'তিন কা ড্রিম হ্যায় আপনা...', এ বারের বিশ্বকাপ জিতে ভারতের ট্রফি ক্যাবিনেটে তৃতীয় বার সোনালি ট্রফি তুলতে চায় মেন ইন ব্লু। রোহিত শর্মার ভারত আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেমেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চলছে এ বারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার নেতা রোহিত শর্মা। বুধ-রাতে সাগরপাড়ে জিতলেই মেন ইন ব্লুর হাতে চলে আসবে এ বারের বিশ্বকাপের ফাইনালের টিকিট। (ছবি-পিটিআই)
এ বারের বিশ্বকাপের অন্যতম চমক দেখা গেল সেমিফাইনালের মঞ্চে। এই ম্যাচের আগে শোনা যাচ্ছিল, ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে আসতে চলেছেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। বুধবার ওয়াংখেড়েতে সত্যিই চাঁদের হাট বসেছিল। একে ভারতের ম্যাচ। তার উপর মাঠে হাজির হয়েছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। এবং কিংবদন্তি বেকহ্যাম। গ্যালারিতে একসঙ্গে বসে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করছেন বেকস। (ছবি-পিটিআই)
সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন সচিন তেন্ডুলকর। সেই সময় দেখা যায় ডেভিড বেকহ্যামও মেন ইন ব্লুর তারকাদের সঙ্গে কথা বলেন। (ছবি-পিটিআই)
ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসও (Sir Viv Richards) উপভোগ করছেন ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ। (ছবি-পিটিআই)
দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ ডাগ্গুবাটিও পৌঁছে গিয়েছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখার ফাঁকে সুযোগ পেয়ে স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে সেলফিও তুলেছেন দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ। (Image Source - Venkatesh Daggubati X)
ওয়াংখেড়েতে রোহিত-কেন দ্বৈরথ দেখতে হাজির হয়েছেন বিরাট কোহলির স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মা। তাঁর পাশেই দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণকেও। (ছবি-X)
মুম্বইয়ে যেহেতু বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, তাই ওয়াংখেড়েতে পৌঁছে গিয়েছেন সচিনকন্যা সারা তেন্ডুলকর। আর তিনি গ্যালারিতে থাকলে ক্যামেরা তাঁর দিকে ঘুরবে না, সেটা হয় না। এ বারও হল না। (ছবি-X)
ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেকেও দেখা গিয়েছে ওয়াংখেড়ের গ্যালারিতে ভারত-কিউয়ি দ্বৈরথ উপভোগ করতে। (ছবি-X)