Deepti Sharma: রোহিত-বিরাটদের এলিট গ্রুপে প্রবেশের সুযোগ দীপ্তি শর্মার
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 09, 2023 | 3:42 PM
IND W vs ENG W, 2nd T20: ২৬ বছর বয়সী দীপ্তি শর্মার (Deepti Sharma) দেশের জার্সিতে খেলার স্বপ্নপূরণ হয়েছিল ২০১৪ সালে। সে বার বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ডেবিউ হয়েছিল দীপ্তি শর্মার। তার ঠিক ২ বছর পর সিডনিতে টি-২০ ফর্ম্যাটে ডেবিউ হয়েছিল দীপ্তির। আজ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেরিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছেন দীপ্তি শর্মা। একইসঙ্গে তাঁর সামনে সুযোগ থাকছে রোহিত-বিরাটদের এলিটগ্রুপে প্রবেশ করার।
1 / 8
ভারতীয় তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের অন্যতম মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ২৬ বছর বয়সী দীপ্তি শর্মা ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা পঞ্চম ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন। (ছবি-দীপ্তি শর্মা ইন্সটাগ্রাম)
2 / 8
ভারত অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, টিম ইন্ডিয়ার মহিলা টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ম্যাচ খেলেছেন। (ছবি-দীপ্তি শর্মা ইন্সটাগ্রাম)
3 / 8
আজ, শনিবার রোহিত-বিরাট-হরমনপ্রীতদের এলিটগ্রুপে প্রবেশের সুযোগ রয়েছে উত্তরপ্রদেশের দীপ্তি শর্মার। ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দীপ্তি শর্মা ভারতের একাদশে সুযোগ পেলে এই ম্যাচ হবে তাঁর টি-২০ কেরিয়ারের ১০০তম ম্যাচ। (ছবি-দীপ্তি শর্মা ইন্সটাগ্রাম)
4 / 8
২০১৪ সাল থেকে দেশের হয়ে খেলছেন দীপ্তি। তিনি একমাত্র ভারতীয় বোলার যিনি আন্তর্জাতিক টি-২০তে ১০০টি উইকেটের মালিক। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর নামে ১০৬টি উইকেট রয়েছে। চলতি বছরে হওয়া টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই রেকর্ড গড়েছেন দীপ্তি শর্মা। (ছবি-দীপ্তি শর্মা ইন্সটাগ্রাম)
5 / 8
ভারতের হয়ে ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে ১০৬টি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৯৫৯ রান। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৩ রানে অপরাজিত ছিলেন। ২৮ রান দিয়েছিলেন, তবে কোনও উইকেট পাননি। (ছবি-দীপ্তি শর্মা ইন্সটাগ্রাম)
6 / 8
দেশের জার্সিতে ১০০তম ওডিআই ম্যাচ খেলতে চলা দীপ্তি ৮৩টি ওডিআই ম্যাচে খেলেছেন। তাতে করেছেন ১৯১২ রান। এবং নিয়েছেন ৯৩টি উইকেট। (ছবি-দীপ্তি শর্মা ইন্সটাগ্রাম)
7 / 8
ভারতের হয়ে ২টি টেস্ট ম্যাচও খেলার অভিজ্ঞতা রয়েছে দীপ্তি শর্মার। তিনি টেস্টে ২ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন। এবং ১৫২ রান করেছেন। টেস্টে তাঁর সর্বাধিক রান ৬৬। গড় ৭৬.০০। (ছবি-দীপ্তি শর্মা ইন্সটাগ্রাম)
8 / 8
দেশের মাটিতে দীপ্তি শর্মার ১০০তম টি-টোয়েন্টি ম্যাচের আগে তাঁকে শুভেচ্ছা জানান দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এ বার দেখার কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে দীপ্তি কেমন পারফর্ম করেন। (ছবি-দীপ্তি শর্মা ইন্সটাগ্রাম)