Dipika Pallikal: মা ছিলেন নামী ক্রিকেটার, স্বামীকে চেনে সবাই, কেন স্কোয়াশ প্রেমে পড়লেন তিনি?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 09, 2023 | 9:00 AM
ক্রীড়াদুনিয়ায় এমন একাধিক ক্রীড়াবিদ রয়েছেন, যাঁরা তাঁদের মা-বাবার দেখানো রাস্তায় হাঁটেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কথাই যদি বলা হয়, তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর ক্রিকেট বেছে নিয়েছেন। পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালদের গুরু পুল্লেলা গোপীচাঁদের মেয়ে গায়েত্রী গোপীচাঁদও বাবার মতোই ব্যাডমিন্টনকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। ফর্মুলা ওয়ানের কিংবদন্তি ড্রাইভার মাইকেল শ্যুমাখারের ছেলে মাইক শ্যুমাখারও রেসিংই বেছে নিয়েছেন। কিন্তু ভারতের স্কোয়াশ তারকা প্লেয়ার দীপিকা পাল্লিকাল সেই পথে হাঁটেননি।
1 / 8
দীপিকা পাল্লিকাল (Dipika Pallikal) ভারতের এক নম্বর স্কোয়াশ (Squash) প্লেয়ার। তাঁর রক্তে বইছে স্পোটস স্পিরিট। কারণ তাঁর মা অতীতে দেশের হয়ে ক্রিকেট খেলতেন। (Pic Courtesy: Dipika Pallikal Karthik Instagram)
2 / 8
ক্রীড়াদুনিয়ায় প্রচুর ক্রীড়াবিদ রয়েছেন যাঁরা তাঁদের মা-বাবার দেখানো পথেই হেঁটেছেন। তালিকাটা নেহাতই ছোট নয়। অবশ্য ভারতের এক নম্বর মহিলা স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকাল সেই পথে হাঁটেননি। (Pic Courtesy: Dipika Pallikal Karthik Instagram)
3 / 8
দীপিকা পাল্লিকালের মা ছিলেন নামী ক্রিকেটার। কিন্তু মায়ের মতো ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেননি দীপিকা পাল্লিকাল। তাঁকে টেনেছিল স্কোয়াশ। সেই খেলাতেই তিনি সফল হয়েছেন। (Pic Courtesy: Dipika Pallikal Karthik Instagram)
4 / 8
শুধু যে দীপিকা পাল্লিকালের মা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তেমনটা নয়। তাঁর স্বামী দীনেশ কার্তিক দেশের জার্সিতে খেলেছেন। উইকেটকিপার-ব্যাটার ডিকে এখন আইপিএলে আরসিবির হয়ে খেলেন। (Pic Courtesy: Dipika Pallikal Karthik Instagram)
5 / 8
মা-স্বামী যতই ২২ গজের প্রেমে পড়ুন না কেন, দীপিকার প্রেমে পড়েন স্কোয়াশের। ভারতের হয়ে স্কোয়াশ থেকে একাধিক পদক জিতেছেন দীপিকা পাল্লিকাল। (Pic Courtesy: Dipika Pallikal Karthik Instagram)
6 / 8
দীপিকা পাল্লিকালের মা সুসান পাল্লিকাল ভারতের হয়ে ৭টি টেস্ট এবং ২টি ওয়ান ডে ম্যাচে খেলেছিলেন। দীপিকার মা সুসান টেস্টে ৪০ রান করেছিলেন এবং ৭টি উইকেট নিয়েছিলেন। আর ওডিআইতে ১৪ রান করেছিলেন তিনি এবং ১টি উইকেট নিয়েছিলেন। (Pic Courtesy: Dipika Pallikal Karthik Instagram)
7 / 8
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দীপিকা পাল্লিকালের মা সুসান পাল্লিকাল ব্যবসার সঙ্গে যুক্ত হন। তিনি একটি ট্র্যাভেল এজেন্সি চালান। (Pic Courtesy: Dipika Pallikal Karthik Instagram)
8 / 8
স্কোয়াশে দেশের হয়ে দীপিকা পাল্লিকালের সাফল্য বেশ নজরকাড়া। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড ডাবলস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপে সাফল্য রয়েছে দীপিকার। চলতি বছরের এশিয়ান গেমসে মিক্সড ডাবলসে সোনাজয়ী দলের সদস্যও ছিলেন দীপিকা। (Pic Courtesy: Dipika Pallikal Karthik Instagram)