Sourav-Sachin-Dhoni: সৌরভ, সচিন না ধোনি, কোন ক্রিকেটারের স্ত্রী সবচেয়ে ধনী?
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Dec 23, 2023 | 1:07 PM
Sakshi Singh: ক্রিকেট নিয়ে ভারতীয়দের উন্মাদনার শেষ নেই। দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটের পাশাপাশি পছন্দের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহলের শেষ নেই তাঁদের।
1 / 8
ক্রিকেট নিয়ে ভারতীয়দের উন্মাদনার শেষ নেই। দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটের পাশাপাশি পছন্দের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহলের শেষ নেই তাঁদের। (ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 8
তবে শুধু প্রিয় তারকারাই নন। তাঁদের জীবনসঙ্গীদের জীবনের খুঁটিনাটি জানতে পছন্দ করেন ভক্তরা। এ বার ভক্তদের জন্য রইল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, সচিনে তেন্ডুলকরের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী সিংয়ের সম্পত্তির পরিমাণ। (ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 8
সৌরভ-ডোনার প্রেমকাহিনি অজনা নয় কারও। পাশের বাড়ির মেয়েকে বিয়ে করেন মহারাজ। পাঁচিল টপকে ডোনার সঙ্গে প্রেম করতে গিয়ে ধরাও পড়তে হয়েছে দাদাকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
4 / 8
সৌরভের স্ত্রী ডোনা, নাম করা নৃত্যশিল্পী। নিজের অ্যাকাডেমিও রয়েছে। নেটমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কয়েক কোটি টাকার মালিক তিনি। ২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী ৪০ কোটির মালিক ডোনা। ২০২৩ এ এই সম্পত্তির পরিমাণ যে আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 8
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে বিয়ে করেছিলেন অঞ্জলি তেন্ডুলকর। লুকিয়ে প্রেম তারপর বিয়ে। সে কাহিনি অজানা নয় কারও। পেশায় চিকিৎসক অঞ্জলি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 8
মুম্বইয়ের মেয়ে তিনি। মুম্বই তাঁর কর্মক্ষেত্র। কত কোটি টাকার মালিক অঞ্জলি তা জানেন? একাধিক প্রতিবেদন অনুযায়ী, অঞ্জলির মোট সম্পত্তির পরিমাণ ১৬০ মিলিয়ন ডলার। (ছবি:সোশ্যাল মিডিয়া)
7 / 8
মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী সিংয়ের লাভস্টোরি সিনেমার মতোই সুন্দর। জীবনে অনেক কঠিন সময়ের পর সাক্ষীকে খুঁজে পেয়েছিলেন ধোনি। প্রথমে একটি পাঁচতারা হোটেলে চাকরি করতেন সাক্ষী। (ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 8
তবে বর্তমানে নিজের ব্যবসা রয়েছে তাঁর। কত টাকার মালিক সাক্ষী তা জানেন? রাঁচিতে কয়েক কোটি টাকার বাংলো রয়েছে তাঁর। এ ছাড়া কয়েক কোটি টাকার মালিক সাক্ষী। প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)