আর কোনও যদি-কিন্তু নয়। অবশেষে ইস্টবেঙ্গল ক্লাব ময়দানে হল সলমন খান শো। বহুদিন আগেই কলকাতায় সলমনের শো-য়ের পরিকল্পনা ছিল। নানা কারণে তা হয়ে উঠছিল না। ইস্টবেঙ্গল মাঠে সলমন শো হল। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাব)
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে “Whats in d Name” এর প্রযোজনায় ইস্টবেঙ্গল ক্লাব মাঠে DA-BAANG, The Tour – Reloaded” এই মেগা মিউজিক্যাল ডান্স শো অনুষ্ঠিত হল। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাব)
শেষ মুহূর্ত অবধিও এই শো নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে ভালোয় ভালোয় সবই পূর্ণ হল। এই শোয়ের মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের শতবর্ষের বিশেষ উপহারও দিলেন কর্তারা। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাব)
সুপারস্টার সলমন খানের পাশাপাশি সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মা, পূজা হেগড়ে, কামাল খান সহ আরও অনেকে ইস্টবেঙ্গল মাঠে এই অনুষ্ঠানে পারফর্ম করেন। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাব)
ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সম্মানিত করা হয় বলিউড তারকা সলমন খানকে। লাল হলুদ উত্তরীয়, বিশেষ ভাবে ডিজাইন করা ক্লাবের শতবর্ষের কয়েনও দেওয়া হয়। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাব)
সলমন খানের পছন্দের ২৭ নম্বরে অঙ্কিত ক্লাবের জার্সি এবং ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য কার্ডের মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সদস্যবৃন্দ সম্মানিত করেন সলমনকে। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাব)
ক্লাবের সহ সচিব রূপক সাহা, কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার, ডাঃ শান্তি রঞ্জন দাসগুপ্ত, রজত গুহ, সদানন্দ মুখার্জি, দীপঙ্কর চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সুপারস্টারকে ক্লাবের তরফ থেকে সম্মানিত করবার অনুষ্ঠানে। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাব)