Emiliano Martinez : মাছ, মিষ্টি অ্যান্ড মোর…মিলনমেলায় দুই প্রধানের তরফে সংবর্ধিত ডিবু

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 04, 2023 | 3:54 PM

মঙ্গলবার সকাল থেকে ব্যস্ততা তুঙ্গে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। একঝাঁক কর্মসূচি। এদিন দুপুরে মিলনমেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমি। সংবর্ধনা, ভালোবাসা পেলেন ডিবু। একইসঙ্গে নিজের অভিজ্ঞতা উজাড় করে দিলেন।

1 / 9
এমিলিয়ানো মার্টিনেজের কলকাতা সফরের প্রথমদিন আজ।  মঙ্গলবার দুপুরে মিলনমেলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের তরফেই সম্মানিত করা হল আর্জেন্টাইন গোলকিপারকে। (ছবি নিজস্ব)

এমিলিয়ানো মার্টিনেজের কলকাতা সফরের প্রথমদিন আজ। মঙ্গলবার দুপুরে মিলনমেলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের তরফেই সম্মানিত করা হল আর্জেন্টাইন গোলকিপারকে। (ছবি নিজস্ব)

2 / 9
অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। ক্যাজুয়াল পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। (ছবি নিজস্ব)

অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। ক্যাজুয়াল পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। (ছবি নিজস্ব)

3 / 9
এদিন ইস্টবেঙ্গলের তরফে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় ইলিশ মাছ ও মিষ্টির হাঁড়ি।  (ছবি নিজস্ব)

এদিন ইস্টবেঙ্গলের তরফে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় ইলিশ মাছ ও মিষ্টির হাঁড়ি। (ছবি নিজস্ব)

4 / 9
লাল হলুদের তরফে তাঁকে দেওয়া হয় ক্লাবের সদস্যপদ। সংবর্ধনা পাওয়ার পর 'জয় ইস্টবেঙ্গল' সম্বোধন করেন এমি। (ছবি নিজস্ব)

লাল হলুদের তরফে তাঁকে দেওয়া হয় ক্লাবের সদস্যপদ। সংবর্ধনা পাওয়ার পর 'জয় ইস্টবেঙ্গল' সম্বোধন করেন এমি। (ছবি নিজস্ব)

5 / 9
এছাড়া ইস্টবেঙ্গলের তরফে এমিকে দেওয়া হয় একটি স্মারক। কাতার বিশ্বকাপের ফাইনালের বিভিন্ন মুহূর্ত তাতে কোলাজ করা। (ছবি নিজস্ব)

এছাড়া ইস্টবেঙ্গলের তরফে এমিকে দেওয়া হয় একটি স্মারক। কাতার বিশ্বকাপের ফাইনালের বিভিন্ন মুহূর্ত তাতে কোলাজ করা। (ছবি নিজস্ব)

6 / 9
মঞ্চে উঠে কাতার বিশ্বকাপের কিসসা শোনালেন এমি। বলেন, "আমি সেরা খেলোয়াড়ের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছি।" (ছবি নিজস্ব)

মঞ্চে উঠে কাতার বিশ্বকাপের কিসসা শোনালেন এমি। বলেন, "আমি সেরা খেলোয়াড়ের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছি।" (ছবি নিজস্ব)

7 / 9
মিলনমেলার মঞ্চ থেকে এমি জানালেন, পরের বার ফের কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিততে চান। (ছবি নিজস্ব)

মিলনমেলার মঞ্চ থেকে এমি জানালেন, পরের বার ফের কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিততে চান। (ছবি নিজস্ব)

8 / 9
কলকাতায় এসে আবেগে ভাসেন এমি। বললেন, "৮, ১০ বা ১২ বছরের ছেলেদের দেখলে নিজের কথা মনে পড়ে যায়। আমি খুব গরীব পরিবার থেকে এসেছি।" (ছবি নিজস্ব)

কলকাতায় এসে আবেগে ভাসেন এমি। বললেন, "৮, ১০ বা ১২ বছরের ছেলেদের দেখলে নিজের কথা মনে পড়ে যায়। আমি খুব গরীব পরিবার থেকে এসেছি।" (ছবি নিজস্ব)

9 / 9
এমি বলেছেন, "কলকাতায় না এলে বুঝতেই পারতাম না আর্জেন্টিনার প্রতি এই শহরের মানুষের আবেগ কতটা।" (ছবি নিজস্ব)

এমি বলেছেন, "কলকাতায় না এলে বুঝতেই পারতাম না আর্জেন্টিনার প্রতি এই শহরের মানুষের আবেগ কতটা।" (ছবি নিজস্ব)

Next Photo Gallery