Emiliano Martinez : মাছ, মিষ্টি অ্যান্ড মোর…মিলনমেলায় দুই প্রধানের তরফে সংবর্ধিত ডিবু
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 04, 2023 | 3:54 PM
মঙ্গলবার সকাল থেকে ব্যস্ততা তুঙ্গে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। একঝাঁক কর্মসূচি। এদিন দুপুরে মিলনমেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমি। সংবর্ধনা, ভালোবাসা পেলেন ডিবু। একইসঙ্গে নিজের অভিজ্ঞতা উজাড় করে দিলেন।
1 / 9
এমিলিয়ানো মার্টিনেজের কলকাতা সফরের প্রথমদিন আজ। মঙ্গলবার দুপুরে মিলনমেলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের তরফেই সম্মানিত করা হল আর্জেন্টাইন গোলকিপারকে। (ছবি নিজস্ব)
2 / 9
অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। ক্যাজুয়াল পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। (ছবি নিজস্ব)
3 / 9
এদিন ইস্টবেঙ্গলের তরফে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় ইলিশ মাছ ও মিষ্টির হাঁড়ি। (ছবি নিজস্ব)
4 / 9
লাল হলুদের তরফে তাঁকে দেওয়া হয় ক্লাবের সদস্যপদ। সংবর্ধনা পাওয়ার পর 'জয় ইস্টবেঙ্গল' সম্বোধন করেন এমি। (ছবি নিজস্ব)
5 / 9
এছাড়া ইস্টবেঙ্গলের তরফে এমিকে দেওয়া হয় একটি স্মারক। কাতার বিশ্বকাপের ফাইনালের বিভিন্ন মুহূর্ত তাতে কোলাজ করা। (ছবি নিজস্ব)
6 / 9
মঞ্চে উঠে কাতার বিশ্বকাপের কিসসা শোনালেন এমি। বলেন, "আমি সেরা খেলোয়াড়ের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছি।" (ছবি নিজস্ব)
7 / 9
মিলনমেলার মঞ্চ থেকে এমি জানালেন, পরের বার ফের কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিততে চান। (ছবি নিজস্ব)
8 / 9
কলকাতায় এসে আবেগে ভাসেন এমি। বললেন, "৮, ১০ বা ১২ বছরের ছেলেদের দেখলে নিজের কথা মনে পড়ে যায়। আমি খুব গরীব পরিবার থেকে এসেছি।" (ছবি নিজস্ব)
9 / 9
এমি বলেছেন, "কলকাতায় না এলে বুঝতেই পারতাম না আর্জেন্টিনার প্রতি এই শহরের মানুষের আবেগ কতটা।" (ছবি নিজস্ব)