এতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও বায়ার্ন মিউনিখ (Bayern Munich)।
ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের রাস্তা সহজ করেছে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি।
ইপিএল ও বুন্দেশলিগার সেরা দুই ক্লাবের মধ্যে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবল প্রেমীরা। ম্যাচে আগাগোড়া দাপট দেখা গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। আর এই ম্যাচে এক রেকর্ডও গড়েছেন ম্যান সিটির আর্লিং হালান্ড।
ম্যাচের ২৭ মিনিটের মাথায় বের্নান্দো সিলভার পাস থেকে গোল করে ম্যাঞ্চেস্টার সিটিতে এগিয়ে দেন রদ্রি।
ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যাঞ্চেস্টার সিটি।
৭০ মিনিটের মাথায় নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের পাস থেকে গোল করে ম্যান সিটিকে আরও এগিয়ে দেন বের্নান্দো সিলভা।
৭৬ মিনিটে ম্যান সিটির হয়ে তৃতীয় গোল করেন নরওয়ের আর্লিং হালান্ড। এই গোল হওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েছেন হালান্ড। এই মরসুমে এটি হালান্ডের ৪৫তম গোল। প্রিমিয়র লিগের ফুটবলার হিসেবে এক মরসুমে সর্বাধিক গোল করার রেকর্ড স্পর্শ করে ফেললেন ম্যান সিটির স্ট্রাইকার।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে টানা ২৫টি ম্যাচে অপরাজিত ম্যাঞ্চেস্টার সিটি। বায়ার্নের বিরুদ্ধে ম্যান সিটির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ ২০ এপ্রিল।