Babar Azam: বেগুনি ল্যাম্বরগিনি কিনে চরম ট্রোলের শিকার বাবর আজম!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 29, 2023 | 4:41 PM

Purple Lamborghini Aventador: সোশ্যাল মিডিয়া সাইট X এ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের (Babar Azam) নতুন গাড়ির ছবি ভাইরাল হয়েছে। একটি বেগুনি রংয়ের ল্যাম্বরগিনি কিনেছেন বাবর আজম। যা দেখে নেটিজ়েনদের মনে পড়ে গিয়েছে বলিউড সুপারস্টার অজয় দেবগনের এক পুরনো সিনেমা 'টারজান' এর কথা। সেই সিনেমাতে একটি পার্পল কালারের গাড়ি ছিল। তাই চরম ট্রোলের শিকার হলেন বাবর আজম।

1 / 8
খবরের শিরোনামে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam)। বর্তমানে পাকিস্তান ক্রিকেট টিমের কোনও ইভেন্ট নেই। কিন্তু তারপরও বাবর আজম লাইমলাইটে রয়েছেন। কারণ জানলে চমকে যাবেন আপনিও।

খবরের শিরোনামে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam)। বর্তমানে পাকিস্তান ক্রিকেট টিমের কোনও ইভেন্ট নেই। কিন্তু তারপরও বাবর আজম লাইমলাইটে রয়েছেন। কারণ জানলে চমকে যাবেন আপনিও।

2 / 8
আসলে নেটদুনিয়ায় বর্তমানে ঘোরা ফেরা করছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের এক নতুন গাড়ির ছবি। বাবর আজম বেগুনি ল্যাম্বরগিনি কিনেছেন।

আসলে নেটদুনিয়ায় বর্তমানে ঘোরা ফেরা করছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের এক নতুন গাড়ির ছবি। বাবর আজম বেগুনি ল্যাম্বরগিনি কিনেছেন।

3 / 8
বাবর আজমের নতুন Purple Lamborghini Aventador কিনতে দাম পড়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৮ কোটি টাকা।

বাবর আজমের নতুন Purple Lamborghini Aventador কিনতে দাম পড়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৮ কোটি টাকা।

4 / 8
প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম পার্পল ল্যাম্বরগিনি কেনার পর থেকে নেটিজ়েনদের মনে পড়ে গিয়েছে বলিউড সুপারস্টার অজয় দেবগনের এক পুরনো সিনেমা 'টারজান' এর কথা।

প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম পার্পল ল্যাম্বরগিনি কেনার পর থেকে নেটিজ়েনদের মনে পড়ে গিয়েছে বলিউড সুপারস্টার অজয় দেবগনের এক পুরনো সিনেমা 'টারজান' এর কথা।

5 / 8
২০০৪ সালে রিলিজ় করা 'টারজান' সিনেমাতে একটি পার্পল কালারের গাড়ি ছিল। নেটিজ়েনদের দাবি, বাবর তাঁর টারজান গাড়ি পেয়ে গিয়েছেন। এই ফলে চরম ট্রোলের শিকার হলেন বাবর আজম।

২০০৪ সালে রিলিজ় করা 'টারজান' সিনেমাতে একটি পার্পল কালারের গাড়ি ছিল। নেটিজ়েনদের দাবি, বাবর তাঁর টারজান গাড়ি পেয়ে গিয়েছেন। এই ফলে চরম ট্রোলের শিকার হলেন বাবর আজম।

6 / 8
ডান-হাতি ব্যাটার বাবর আজমকে সেপ্টেম্বরে মাসে তাঁর এক পরিবারিক বন্ধু Audi e-tron GT sports car উপহার দিয়েছেন।

ডান-হাতি ব্যাটার বাবর আজমকে সেপ্টেম্বরে মাসে তাঁর এক পরিবারিক বন্ধু Audi e-tron GT sports car উপহার দিয়েছেন।

7 / 8
বর্তমানে বাবর আজম ফের ২২ গজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) পর পাকিস্তান ক্রিকেট টিমের এখন কোনও ইভেন্ট নেই।

বর্তমানে বাবর আজম ফের ২২ গজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) পর পাকিস্তান ক্রিকেট টিমের এখন কোনও ইভেন্ট নেই।

8 / 8
আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন বাবর আজমরা। তার পরই নতুন বছরের শুরুতে তেইশের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাক ক্রিকেট টিম।

আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন বাবর আজমরা। তার পরই নতুন বছরের শুরুতে তেইশের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাক ক্রিকেট টিম।

Next Photo Gallery