Mohun Bagan vs Mumbai City: ‘মোহনবাগানকে’ মাপতে? কলকাতায় পৌঁছেই যুবভারতীতে এফসি গোয়া কোচ!

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 27, 2023 | 8:52 PM

Durand Cup 2023, FC Goa: চেন্নায়িন এফসিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল এফসি গোয়া। গুয়াহাটিতে হয়েছে সেই ম্যাচ। চেন্নায়িনের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়েছিল গোয়া। এরপরই অনবদ্য প্রত্যাবর্তন। চেন্নায়িনকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। টিম আসার আগেই কলকাতায় পৌঁছে গেলেন এফসি গোয়া কোচ। শুধু তাই নয়, সহকারীকে নিয়ে যুবভারতীতে ছুটলেন মানোলো মার্কুয়েজ।

1 / 7
চেন্নায়িন এফসিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল এফসি গোয়া। গুয়াহাটিতে হয়েছে সেই ম্যাচ। চেন্নায়িনের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়েছিল গোয়া। (ছবি: নিজস্ব)

চেন্নায়িন এফসিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল এফসি গোয়া। গুয়াহাটিতে হয়েছে সেই ম্যাচ। চেন্নায়িনের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়েছিল গোয়া। (ছবি: নিজস্ব)

2 / 7
পিছিয়ে পড়েও অনবদ্য অনবদ্য প্রত্যাবর্তন করেছিল গোয়া। প্রথমার্ধেই লিড নেয় তারা। ম্যাচের শেষ দিকে আরও দুই গোল। চেন্নায়িনকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গোয়া। (ছবি: নিজস্ব)

পিছিয়ে পড়েও অনবদ্য অনবদ্য প্রত্যাবর্তন করেছিল গোয়া। প্রথমার্ধেই লিড নেয় তারা। ম্যাচের শেষ দিকে আরও দুই গোল। চেন্নায়িনকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গোয়া। (ছবি: নিজস্ব)

3 / 7
এফসি গোয়ার নজর ছিল চতুর্থ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে। এই ম্যাচে জয়ী দলের বিরুদ্ধেই সেমিফাইনালে খেলতে হত তাদের। (ছবি: নিজস্ব)

এফসি গোয়ার নজর ছিল চতুর্থ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে। এই ম্যাচে জয়ী দলের বিরুদ্ধেই সেমিফাইনালে খেলতে হত তাদের। (ছবি: নিজস্ব)

4 / 7
দল কলকাতায় আসার আগে নিজেই পৌঁছে গেলেন এফসি গোয়া কোচ। সেমিফাইনালের জন্য হোমওয়ার্ক সেরে নিতে কোনও ফাঁক রাখতে চান না। ম্যাচের শুরু থেকেই সহকারীকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে উপস্থিত এফসি গোয়া কোচ মানোলো মার্কুয়েজ। মেপে নিলেন মোহনবাগানকে। (ছবি: নিজস্ব)

দল কলকাতায় আসার আগে নিজেই পৌঁছে গেলেন এফসি গোয়া কোচ। সেমিফাইনালের জন্য হোমওয়ার্ক সেরে নিতে কোনও ফাঁক রাখতে চান না। ম্যাচের শুরু থেকেই সহকারীকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে উপস্থিত এফসি গোয়া কোচ মানোলো মার্কুয়েজ। মেপে নিলেন মোহনবাগানকে। (ছবি: নিজস্ব)

5 / 7
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এর আগে সাত বারের সাক্ষাতে জয়ের মুখ দেখেনি মোহনবাগান। এই ম্যাচে অবশ্য মোহনবাগানই শুরুতে এগিয়ে যায়। মুম্বই প্রত্যাবর্তনও করে। (ছবি: নিজস্ব)

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এর আগে সাত বারের সাক্ষাতে জয়ের মুখ দেখেনি মোহনবাগান। এই ম্যাচে অবশ্য মোহনবাগানই শুরুতে এগিয়ে যায়। মুম্বই প্রত্যাবর্তনও করে। (ছবি: নিজস্ব)

6 / 7
 সময়ের সঙ্গে ম্যাচের দিক পরিবর্তন হয়, তেমনই চাপ বাড়ে এফসি গোয়া কোচ মানোলো মার্কুয়েজেরও। মোহনবাগান ৩-১ গোলে এগিয়ে যেতেই যেন বুঝতে পারেন, এই প্রতিপক্ষর বিরুদ্ধে খেলতে হবে সেমিফাইনালে। (ছবি: নিজস্ব)

সময়ের সঙ্গে ম্যাচের দিক পরিবর্তন হয়, তেমনই চাপ বাড়ে এফসি গোয়া কোচ মানোলো মার্কুয়েজেরও। মোহনবাগান ৩-১ গোলে এগিয়ে যেতেই যেন বুঝতে পারেন, এই প্রতিপক্ষর বিরুদ্ধে খেলতে হবে সেমিফাইনালে। (ছবি: নিজস্ব)

7 / 7
গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। শেষ অবধি মুম্বইকে হারিয়ে সেমিতে সবুজ মেরুন। তাদের বিরুদ্ধে কতটা হোমওয়ার্ক সারলেন এফসি গোয়া কোচ! তা অবশ্য সেমিফাইনালেই বোঝা যাবে। (ছবি: নিজস্ব)

গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। শেষ অবধি মুম্বইকে হারিয়ে সেমিতে সবুজ মেরুন। তাদের বিরুদ্ধে কতটা হোমওয়ার্ক সারলেন এফসি গোয়া কোচ! তা অবশ্য সেমিফাইনালেই বোঝা যাবে। (ছবি: নিজস্ব)

Next Photo Gallery