মাঠের বাইরেও যাঁরা মন জেতেন, ভারতীয় ক্রিকেটের ‘দানবীর’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 28, 2023 | 9:00 AM

Charitable Indian Cricketer: ভারতে ক্রিকেট শুধুই খেলা নয়, একটা ধর্ম। আর ক্রিকেটারদের শ্রদ্ধার আসনে বসানো হয়। মাঠের পারফরম্যান্সে নজর কাড়েন অনেকেই। নানা রেকর্ড গড়ে, ম্যাচ জিতিয়ে বা ট্রফি দিয়ে দেশকে গর্বিত করেন। তবে এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা মাঠের বাইরেও মন জয় করেন। সকলে যেমন তাঁদের সম্মান করেন, নানা সমাজসেবা মূলক কাজের মাধ্যমে একজন নাগরিক হিসেবে তার প্রতিদানে অনেকটা ফিরিয়েও দেন ক্রিকেটাররা। তেমনই কয়েকজন ক্রিকেটার সম্পর্কে জেনে নিন।

1 / 8
ভারতে ক্রিকেট শুধুই খেলা নয়, একটা ধর্ম। আর সচিন তেন্ডুলকর ক্রিকেট ঈশ্বর। তাঁর খেলা দেখে কয়েক প্রজন্ম প্রেরণা নেয়। ছবি: X

ভারতে ক্রিকেট শুধুই খেলা নয়, একটা ধর্ম। আর সচিন তেন্ডুলকর ক্রিকেট ঈশ্বর। তাঁর খেলা দেখে কয়েক প্রজন্ম প্রেরণা নেয়। ছবি: X

2 / 8
সমাজের জন্য নিজের কর্তব্য থেকে পিছপা হন না মাস্টারব্লাস্টার। আপনালয় নামে একটি এনজিওর মাধ্যমে নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন সচিন। ছবি: X

সমাজের জন্য নিজের কর্তব্য থেকে পিছপা হন না মাস্টারব্লাস্টার। আপনালয় নামে একটি এনজিওর মাধ্যমে নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন সচিন। ছবি: X

3 / 8
ভারতীয় ক্রিকেটের দানবীরদের তালিকায় রয়েছেন ইরফান পাঠানও। কোভিডের সময় নানা সমাজসেবামূলক কাজ করেছেন ইরফান। ছবি: X

ভারতীয় ক্রিকেটের দানবীরদের তালিকায় রয়েছেন ইরফান পাঠানও। কোভিডের সময় নানা সমাজসেবামূলক কাজ করেছেন ইরফান। ছবি: X

4 / 8
ভাই ইরফান পাঠানের মতো দাদা ইউসুফ পাঠানো একই পথের পথিক। বাবার নামে একটি চ্যারিটেবল ট্রাস্টও গড়েছেন ইরফান-ইউসুফ। ছবি: X

ভাই ইরফান পাঠানের মতো দাদা ইউসুফ পাঠানো একই পথের পথিক। বাবার নামে একটি চ্যারিটেবল ট্রাস্টও গড়েছেন ইরফান-ইউসুফ। ছবি: X

5 / 8
ক্রিকেট মাঠে অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি নানা বিতর্কেও শিরোনামে আসেন গৌতম গম্ভীর। তবে সমাজের জন্য তিনিও যে দায়িত্ববান নাগরিক, এ বিষয়ে সন্দেহ নেই। দিল্লিতে কমিউনিটি কিচেন খুলেছিলেন গম্ভীর। সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য নানা কাজেই যুক্ত। ছবি: X

ক্রিকেট মাঠে অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি নানা বিতর্কেও শিরোনামে আসেন গৌতম গম্ভীর। তবে সমাজের জন্য তিনিও যে দায়িত্ববান নাগরিক, এ বিষয়ে সন্দেহ নেই। দিল্লিতে কমিউনিটি কিচেন খুলেছিলেন গম্ভীর। সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য নানা কাজেই যুক্ত। ছবি: X

6 / 8
সচিন তেন্ডুলকরের পর বিশ্ব ক্রিকেটের অন্যতম আইকন বিরাট কোহলি। ক্রিকেটার বিরাট কোহলির জনপ্রিয়তা সারা ক্রিকেট বিশ্বেই। সর্বকালের সেরাদের তালিকাতেও রাখা হয়। ছবি: X

সচিন তেন্ডুলকরের পর বিশ্ব ক্রিকেটের অন্যতম আইকন বিরাট কোহলি। ক্রিকেটার বিরাট কোহলির জনপ্রিয়তা সারা ক্রিকেট বিশ্বেই। সর্বকালের সেরাদের তালিকাতেও রাখা হয়। ছবি: X

7 / 8
ক্রিকেট মাঠে তাঁর পারফরম্যান্স, মেজাজ হারানোর ছবি অনেকেই দেখেছেন। বিরাট কিন্তু নানা সমাজসেবামূলক কাজেও যুক্ত। বিরাট কোহলি ফাউন্ডেশনের মাধ্যমে যেমন উঠতি ক্রীড়াবিদদের নানা ভাবে সহযোগিতা করেন, তেমনই পশু-পাখিদের জন্যও কাজ করেন। ছবি: X

ক্রিকেট মাঠে তাঁর পারফরম্যান্স, মেজাজ হারানোর ছবি অনেকেই দেখেছেন। বিরাট কিন্তু নানা সমাজসেবামূলক কাজেও যুক্ত। বিরাট কোহলি ফাউন্ডেশনের মাধ্যমে যেমন উঠতি ক্রীড়াবিদদের নানা ভাবে সহযোগিতা করেন, তেমনই পশু-পাখিদের জন্যও কাজ করেন। ছবি: X

8 / 8
ভারতীয় ক্রিকেটের অন্যতম নায়ক যুবরাজ সিংকে নিয়ে কোনও প্রশংসাই কম নয়। সেটা ক্রিকেটের জন্য হোক কিংবা তাঁর মাঠের বাইরের কাজ। তাঁর একটি ফাউন্ডেশনও রয়েছে YouWeCan। মায়ের সঙ্গে এই ফাউন্ডেশন চালান যুবি। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে কাজ করে এই ফাউন্ডেশন। ছবি: X

ভারতীয় ক্রিকেটের অন্যতম নায়ক যুবরাজ সিংকে নিয়ে কোনও প্রশংসাই কম নয়। সেটা ক্রিকেটের জন্য হোক কিংবা তাঁর মাঠের বাইরের কাজ। তাঁর একটি ফাউন্ডেশনও রয়েছে YouWeCan। মায়ের সঙ্গে এই ফাউন্ডেশন চালান যুবি। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে কাজ করে এই ফাউন্ডেশন। ছবি: X

Next Photo Gallery
IPL 2024: নিলামে চমক থেকে নেতা বদল, আইপিএলের অন্দরে ঘটে যাওয়া এই ঘটনাগুলো জানেন?
সোশ্যাল মিডিয়ায় কলকাতা ‘ডার্বি’তে কে এগিয়ে?