Anil Kumble : ঐশ্বর্য-উর্বশীদের সঙ্গে কানের লাল কার্পেটে ড্যাশিং কুম্বলে!
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
May 17, 2023 | 7:06 PM
Cannes 2023 : ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে। প্রতিবারের মতো এ বারও ভারত থেকে একঝাঁক সেলিব্রিটি পৌঁছে গিয়েছেন ফ্রান্সের শহরটিতে। যেখানে ঐশ্বর্য রাই বচ্চন, উর্বশী রাউতেলার মতো অভিজ্ঞ এবং সারা আলি খানের মতো কানের লাল কার্পেটে প্রথম পা রাখা সেলিব্রিটিও রয়েছেন।
1 / 7
শুধু শো-বিজ জগতের মানুষরাই নন, এ বারের কান ফিল্ম ফেস্টিভ্যালে পা পড়ল এক ক্রিকেটারের। আইপিএলের মাঝেই জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে হাঁটলেন কানের রেড কার্পেটে। (ছবি:ইনস্টাগ্রাম)
2 / 7
চলতি আইপিএলে জিও সিনেমার হয়ে ধারাভাষ্যকারের কাজ করছিলেন কুম্বলে। সেসব আপাতত দূরে রেখে পৌঁছে গেলে ফ্রেঞ্চ রিভিয়েরার ধারের শহরটিতে। (ছবি:ইনস্টাগ্রাম)
3 / 7
ইনস্টাগ্রামে তাঁর কান ফিল্ম ফেস্টিভ্যাল ডেবিউয়ের কথা অনুরাগীদের জানিয়েছিলেন জাম্বো। (ছবি:ইনস্টাগ্রাম)
4 / 7
যদিও তিনি একা নন, কানের লাল কার্পেটে ড্যাশিং কুম্বলের পাশে বরাবরের মতোই ছিলেন তাঁর স্ত্রী চেতনা কুম্বলে। (ছবি:ইনস্টাগ্রাম)
5 / 7
অনিল ও কুম্বলে দু'জনের পরণেই ছিল কালো রঙের পোশাক। কালো ভেলভেট স্যুট ছিল প্রাক্তন ক্রিকেটারের গায়ে। স্ত্রী চেতনা পরেছিলেন সোনালি কারুকাজ করা ব্ল্যাক শাড়ি। (ছবি:ইনস্টাগ্রাম)
6 / 7
দেশের ক্রিকেট জগতে কুম্বলের অবদান অবিস্মরণীয়। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে চুটিয়ে অবসর জীবন কাটাচ্ছেন। তবে ক্রিকেটকে নিজে জীবন থেকে সরিয়ে রাখেননি। (ছবি:ইনস্টাগ্রাম)
7 / 7
অনিল কুম্বলে ও চেতনা কুম্বলের প্রেমকাহিনী যেন সিনেমা। বহু চড়াই-উতরাইয়ের পর এক সন্তানের মা চেতনাকে বিয়ে করেছিলেন কুম্বলে। (ছবি:ইনস্টাগ্রাম)