
জনপ্রিয় ফরাসি ব্র্যান্ড Essilor ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)।

সম্প্রতি বিরাট কোহলিকে দিয়ে ওই ফরাসি ব্র্যান্ড সোশ্যাল মিডিয়ায় এক প্রচারাভিযান শুরু করেছে।

Essilor একটি ফরাসি আইওয়্যার ব্র্যান্ড। জানা গিয়েছে, বিরাট কোহলির সঙ্গে Essilor ২ বছরের চুক্তি করেছে।

বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু ১৭৬.৯ মিলিয়ন ডলার। যা ভারতীয় মূদ্রায় প্রায় ১৪০০ কোটির মতো। তাতে এ বার যোগ হল Essilor এই ব্র্যান্ড থেকে পাওয়া অর্থও।

বিভিন্ন নামকরা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কোহলি। যেমন- ক্রীড়া সরঞ্জাম প্রস্তুত কারক সংস্থা পুমা, মান্যভর এবং নিজের ব্র্যান্ড Wrogn রয়েছে, এ বার তার সঙ্গে যোগ হল এই ফরাসি আইওয়্যার কোম্পানি।

ভারতে Essilor এর প্রচারের মুখ হতে পেরে উচ্ছ্বসিত কোহলি। বিরাট জানান, তিনি আশাবাদী ভারতের মানুষদের মধ্যে এই ব্র্যান্ড নিয়ে তিনি সচেতনতা তৈরি করতে পারবেন।

ভিকেকে Essilor এর সঙ্গে যুক্ত করে EssilorLuxottica South Asia-র প্রধান নরসিমান নারায়ানন জানান, বিরাট কোহলি এই ব্র্যান্ডের প্রচার করায় তা প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে। এবং এই ব্র্যান্ডের গুরুত্ব আরও বাড়াবেন কোহলি।

বিরাট নিজে জানান, তিনি মাঠের বাইরে নিয়মিত চশমা ব্যবহার করেন। তাই Essilor এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পেরে তিনি ক্লিয়ার ভিশন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আর সেটাই তিনি বাকিদের মধ্যেও ছড়িয়ে দিতে চান।