ICC Finals : কপিল থেকে রোহিত, আইসিসি ফাইনালে ভারতের পঞ্চ পাণ্ডব

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 08, 2023 | 8:00 AM

আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে ভারত। লন্ডনের দ্য ওভালে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। তাঁর কাছে এটা ঐতিহাসিক মুহূর্ত। সেই ১৯৮৪ সাল থেকে ২০২৩ পর্যন্ত আইসিসি ইভেন্টের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন কারা, দেখে নেওয়া যাক।

1 / 8
১৯৮৩ সালে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ফাইনাল। দু'বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপ ট্রফি এসেছিল ভারতের ঘরে। ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক কপিল দেব। (ছবি:টুইটার)

১৯৮৩ সালে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ফাইনাল। দু'বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপ ট্রফি এসেছিল ভারতের ঘরে। ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক কপিল দেব। (ছবি:টুইটার)

2 / 8
সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম বার আইসিসি ইভেন্টের ফাইনালে নেতৃত্ব দেন ২০০০ সালে। আইসিসি নকআউট ট্রফির ফাইনাল হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ৪ উইকেটে সৌরভের নেতৃত্বাধীন ভারত ফাইনালে হেরে যায়। (ছবি:টুইটার)

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম বার আইসিসি ইভেন্টের ফাইনালে নেতৃত্ব দেন ২০০০ সালে। আইসিসি নকআউট ট্রফির ফাইনাল হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ৪ উইকেটে সৌরভের নেতৃত্বাধীন ভারত ফাইনালে হেরে যায়। (ছবি:টুইটার)

3 / 8
সৌরভের নেতৃত্বে আরও দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠে ভারত। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হয়েছিল শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রচণ্ড বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়। রিজার্ভ ডে-তেও বৃষ্টি বাধা হওয়ায় ভারত ও শ্রীলঙ্কা দুটি দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়। এরপর ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান সৌরভরা।(ছবি:টুইটার)

সৌরভের নেতৃত্বে আরও দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠে ভারত। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হয়েছিল শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রচণ্ড বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়। রিজার্ভ ডে-তেও বৃষ্টি বাধা হওয়ায় ভারত ও শ্রীলঙ্কা দুটি দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়। এরপর ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান সৌরভরা।(ছবি:টুইটার)

4 / 8
হঠাৎ করেই ক্যাপ্টেন্সির ভার। তার উপর টি-২০ বিশ্বকাপ। কুড়ি বিশের বিশ্বকাপের প্রথম সংস্করণেই ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। (ছবি:টুইটার)

হঠাৎ করেই ক্যাপ্টেন্সির ভার। তার উপর টি-২০ বিশ্বকাপ। কুড়ি বিশের বিশ্বকাপের প্রথম সংস্করণেই ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। (ছবি:টুইটার)

5 / 8
এরপর ধোনির নেতৃত্বে আরও তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে ও দুটিতে চ্য়াম্পিয়ন হয়েছে ভারত। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ইতিহাসে ধোনিই হলেন প্রথম ক্যাপ্টেন যাঁর ঝুলিতে সবকটি আইসিসি ট্রফি রয়েছে। ২০১৪ সালে ধোনির নেতৃত্বে আরও একটি টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলে টিম ইন্ডিয়া। (ছবি:টুইটার)

এরপর ধোনির নেতৃত্বে আরও তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে ও দুটিতে চ্য়াম্পিয়ন হয়েছে ভারত। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ইতিহাসে ধোনিই হলেন প্রথম ক্যাপ্টেন যাঁর ঝুলিতে সবকটি আইসিসি ট্রফি রয়েছে। ২০১৪ সালে ধোনির নেতৃত্বে আরও একটি টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলে টিম ইন্ডিয়া। (ছবি:টুইটার)

6 / 8
প্রথম বার বিরাট কোহলি আইসিসি ট্রফির ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। (ছবি:টুইটার)

প্রথম বার বিরাট কোহলি আইসিসি ট্রফির ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। (ছবি:টুইটার)

7 / 8
২০২১ সালে বিরাটের নেতৃত্বে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠে ভারত। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। (ছবি:টুইটার)

২০২১ সালে বিরাটের নেতৃত্বে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠে ভারত। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। (ছবি:টুইটার)

8 / 8
এই তালিকার সর্বশেষ অধিনায়ক রোহিত শর্মা। আরও একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথম বার কোনও আইসিসি ইভেন্টের ফাইনালে দেশকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। ভারতের আইসিসি ট্রফির খরা কাটানোর চ্যালেঞ্জ তাঁর সামনে। (ছবি:টুইটার)

এই তালিকার সর্বশেষ অধিনায়ক রোহিত শর্মা। আরও একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথম বার কোনও আইসিসি ইভেন্টের ফাইনালে দেশকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। ভারতের আইসিসি ট্রফির খরা কাটানোর চ্যালেঞ্জ তাঁর সামনে। (ছবি:টুইটার)

Next Photo Gallery
Prasidh Krishna : বিয়ে করলেন প্রসিধ কৃষ্ণ, আমন্ত্রণ পেয়ে হাজির বুমরা-শ্রেয়সরা