IPL Auction 2024: শার্দূল-হর্ষল… IPL নিলামে যে ভারতীয় ক্রিকেটারের উপর কোটি কোটি টাকার বৃষ্টি হতে পারে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 18, 2023 | 9:00 AM

IPL 2024 Mini Auction: অপেক্ষার আর মাত্র একটা দিন। মঙ্গলবার মরুশহরে আইপিএলের মিনি নিলাম। এখন থেকেই আইপিএলের ১০ দলের ভক্তদের মনটা তাই যেন আনচান আনচান করছে। এ বারের আইপিএল নিলামে দুবাইতে দরে 'মরুঝড়' তুলতে পারেন ভারতের বহু ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন শার্দূল ঠাকুর থেকে শুরু করে হর্ষল প্যাটেলরা। দেশের এই কয়েকজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে।

1 / 8
মঙ্গলবার মরুশহরে আইপিএলের মিনি নিলাম (IPL 2024 Auction)। এখন থেকেই আইপিএলের ১০ দলের ভক্তদের মনটা তাই যেন আনচান আনচান করছে। এ বারের আইপিএল নিলামে দুবাইতে দরে 'মরুঝড়' তুলতে পারেন ভারতের বহু ক্রিকেটার। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

মঙ্গলবার মরুশহরে আইপিএলের মিনি নিলাম (IPL 2024 Auction)। এখন থেকেই আইপিএলের ১০ দলের ভক্তদের মনটা তাই যেন আনচান আনচান করছে। এ বারের আইপিএল নিলামে দুবাইতে দরে 'মরুঝড়' তুলতে পারেন ভারতের বহু ক্রিকেটার। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
হর্ষল প্যাটেল - গত আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন হর্ষল প্যাটেল। এ বারের আইপিএলের আগে তাঁকে রিলিজ় করে দিয়েছে আরসিবি। ফলে নিলাম টেবলে ভারতীয় পেসার হর্ষল প্যাটেলের দিকে একাধিক দলগুলোর নজর থাকবে। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।

হর্ষল প্যাটেল - গত আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন হর্ষল প্যাটেল। এ বারের আইপিএলের আগে তাঁকে রিলিজ় করে দিয়েছে আরসিবি। ফলে নিলাম টেবলে ভারতীয় পেসার হর্ষল প্যাটেলের দিকে একাধিক দলগুলোর নজর থাকবে। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।

3 / 8
শার্দূল ঠাকুর - দুবাইতে হতে চলা আইপিএল নিলামে বিশেষ নজর থাকবে ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুরের দিকে। ২ বার চেন্নাই সুপার কিংসে চ্যাম্পিয়ন হয়েছেন শার্দূল। দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। নিলামের আগে শার্দূলকে রিলিজ় করে দিয়েছে কেকেআর। আসন্ন নিলামে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।

শার্দূল ঠাকুর - দুবাইতে হতে চলা আইপিএল নিলামে বিশেষ নজর থাকবে ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুরের দিকে। ২ বার চেন্নাই সুপার কিংসে চ্যাম্পিয়ন হয়েছেন শার্দূল। দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। নিলামের আগে শার্দূলকে রিলিজ় করে দিয়েছে কেকেআর। আসন্ন নিলামে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।

4 / 8
উমেশ যাদব - পাওয়ার প্লে-তে উইকেট তুলে নেওয়ায় উমেশ যাদবের জুড়ি মেলা ভার। ২০২৪ সালের আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স রিলিজ় করে দিয়েছে উমেশ যাদবকে। আসন্ন নিলামে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।

উমেশ যাদব - পাওয়ার প্লে-তে উইকেট তুলে নেওয়ায় উমেশ যাদবের জুড়ি মেলা ভার। ২০২৪ সালের আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স রিলিজ় করে দিয়েছে উমেশ যাদবকে। আসন্ন নিলামে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।

5 / 8
মনীশ পান্ডে - আইপিএলের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার মনীশ পান্ডে। ২০১৮ সালের আইপিএল নিলামে ১১ কোটি টাকা দিয়ে মনীশ পান্ডেকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আসন্ন আইপিএলের আগে মনীশ পান্ডে ৫০ লক্ষ টাকায় নিলামে নাম দিয়েছেন।

মনীশ পান্ডে - আইপিএলের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার মনীশ পান্ডে। ২০১৮ সালের আইপিএল নিলামে ১১ কোটি টাকা দিয়ে মনীশ পান্ডেকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আসন্ন আইপিএলের আগে মনীশ পান্ডে ৫০ লক্ষ টাকায় নিলামে নাম দিয়েছেন।

6 / 8
সরফরাজ খান - ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেন তিনি। কিন্তু আইপিএলে সেই অর্থে ছাপ রাখতে পারেননি। আসন্ন আইপিএল নিলামের আগে দিল্লি ক্যাপিটালস তাঁকে রিলিজ় করে দিয়েছে। তিনি নিলামে বেস প্রাইস রেখেছেন ২০ লক্ষ। অতীতে কিংস ইলেভেন পঞ্জাব, পঞ্জাব কিংস, আরসিবি ও দিল্লিতে খেলেছেন তিনি।

সরফরাজ খান - ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেন তিনি। কিন্তু আইপিএলে সেই অর্থে ছাপ রাখতে পারেননি। আসন্ন আইপিএল নিলামের আগে দিল্লি ক্যাপিটালস তাঁকে রিলিজ় করে দিয়েছে। তিনি নিলামে বেস প্রাইস রেখেছেন ২০ লক্ষ। অতীতে কিংস ইলেভেন পঞ্জাব, পঞ্জাব কিংস, আরসিবি ও দিল্লিতে খেলেছেন তিনি।

7 / 8
শাহরুখ খান - আইপিএল কেরিয়ারে শাহরুখ খান ৩৩টি ম্যাচ খেলেছেন। আসন্ন আইপিএলের মিনি নিলামের আগে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস রিলিজ় করে দেয় শাহরুখ খানকে। তিনি গত আইপিএলে পঞ্জাবের হয়ে ১৪টি ম্যাচ খেলেছিলেন। আসন্ন আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ৪০ লক্ষ টাকা।

শাহরুখ খান - আইপিএল কেরিয়ারে শাহরুখ খান ৩৩টি ম্যাচ খেলেছেন। আসন্ন আইপিএলের মিনি নিলামের আগে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস রিলিজ় করে দেয় শাহরুখ খানকে। তিনি গত আইপিএলে পঞ্জাবের হয়ে ১৪টি ম্যাচ খেলেছিলেন। আসন্ন আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ৪০ লক্ষ টাকা।

8 / 8
শুভম দুবে - ঘরোয়া ক্রিকেটে তিনি ‘ফিনিশার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিদর্ভ দলের হয়ে শুভম সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করেছেন। মিডল অর্ডারে তাঁক মতো একজন বাঁ হাতি পাওয়ার হিটারকে সকলেই দলে নিতে চাইবে। এই ভারতীয় ব্যাটার নিলামে ২০ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছেন।

শুভম দুবে - ঘরোয়া ক্রিকেটে তিনি ‘ফিনিশার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিদর্ভ দলের হয়ে শুভম সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করেছেন। মিডল অর্ডারে তাঁক মতো একজন বাঁ হাতি পাওয়ার হিটারকে সকলেই দলে নিতে চাইবে। এই ভারতীয় ব্যাটার নিলামে ২০ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছেন।