
মালয়েশিয়ায় চলছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটি দ্বিতীয় সংস্করণ। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

সেটিই ভারতের মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফি। এ বারও ট্রফি ধরে রাখতে মরিয়া। তার শুরুটা হল দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল ভারত।

উইমেন্স প্রিমিয়ার লিগে অনেক নতুন প্রতিভা উঠে আসছে। অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের অনেক ক্রিকেটারই WPL-এর অংশ। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ। শুরুতেই ঝড় ভারতের।

কুয়ালামপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক নিকি প্রসাদ। এরপর ভারতীয় বোলিংয়ের দাপট। তিনটি রানআউটও রয়েছে।

মাত্র ৫.১ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের চার উইকেট তুলে নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজকে সেই অর্থে কোনও পার্টনারশিপই গড়তে দেননি ভারতীয় বোলাররা।

ওয়েস্ট ইন্ডিজের মাত্র দুই ব্যাটার আসাবি ক্যালেন্ডার (১২) এবং কেনিকা ক্যাসার (১৫) দু-অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। বাকি সকলেই আউট সিঙ্গল ডিজিটে। ১৩.২ ওভারে মাত্র ৪৪ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

ভারতীয় বোলারদের মধ্যে পারুনিকা সিসোদিয়া ২.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে তিন উইকেট নেন। এ ছাড়া দুটি করে উইকেট জোশিতা এবং আয়ুষী শুক্লার।

রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই আউট গোঙ্গারি তৃষা। এরপর আর কোনও তাড়াহুড়ো করেনি ভারত। কিপার ব্যাটার তথা ওপেনার জি কমলিনী ১৩ বলে ১৬ এবং সানিকা চলকে ১১ বলে ১৮ রানের অপরাজিত ইনিংসে ৪.২ ওভারেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন। সব ছবি : ICC