বিশ্বকাপে নীল রংয়ের জার্সিতে দেখা যাবে ভারতের ক্রিকেটারদের। ভারতের বিশ্বকাপ জার্সির পিছনে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বর লেখা থাকবে কমলা রংয়ে। এ ছাড়া জার্সির সামনে দেশের নাম লেখা রয়েছে কমলা রংয়ে। জার্সির বুকের ডানদিকে বিশ্বকাপের লোগোটি থাকবে। বাঁম দিকে থাকবে বিসিসিআইয়ের লোগো। সেই লোগোর উপরে ২টি তারা রয়েছে। কারণ ভারত ২ বার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে।
এ বারের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের জার্সিটি সবুজ রঙের। তবে ওই জার্সিতে চোখে পড়বে সবুজের বিভিন্ন শেড। বাবর আজমদের বিশ্বকাপ জার্সির বুকের ডানদিকে বিশ্বকাপের লোগো থাকবে। বাঁম দিকে হলুদ রংয়ে আঁকা থাকবে পিসিবির লোগো।
প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সির রং হলুদ। সেই জার্সির হাতায় থাকবে গাঢ় সবুজ রং। অস্ট্রেলিয়ার নাম ও বিশ্বকাপের লোগো সবুজ রংয়ে আঁকা থাকছে। ওয়ার্নারদের বিশ্বকাপ জার্সির কলারে থাকবে সবুজ স্ট্রিপ। ছবি- টুইটার।
ভারতের মাটিতে হতে চলা ওডিআই বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার যে জার্সি তৈরি হয়েছে তার রং সবুজ। কুইন্টন ডি'ককদের বিশ্বকাপ জার্সির হাতার প্রান্তে রয়েছে হলুদ স্ট্রিপ। প্রোটিয়া ক্রিকেটারদের নাম ও দেশের নাম লেখা থাকছএ হলুদ রংয়ে। ওডিআই বিশ্বকাপের লোগো ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের লোগোও থাকবে হলুদ রংয়ে আঁকা।
ইংল্যান্ডের ওডিআই বিশ্বকাপ জার্সিটি নীল রংয়ের। তাতে গাঢ় নীল রঙের একাধিক শেডও রয়েছে। জস বাটলারদের বিশ্বকাপ জার্সির হাতায় থাকছে সাদা স্ট্রিপ। ইংল্যান্ডের নাম এবং বিশ্বকাপ সাদা রংয়ে লেখা থাকবে। এবং ইসিবি বোর্ডের লোগোও সাদা রংয়ে আঁকা থাকবে।
সাকিব আল হাসানের বাংলাদেশের বিশ্বকাপ জার্সিটি সবুজ রঙের। সেখানে অবশ্য থাকছে সবুজের বিভিন্ন শেড। সাদা রংয়ে লেখা থাকছে দেশের নাম। ওডিআই বিশ্বকাপের লোগোর রংটিও সাদা রাখা হয়েছে।
ওডিআই বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার জার্সিটি নীল রঙের। তাতে নীল ছাড়াও রয়েছে আকাশি রং। হলুদ রংয়ে লেখা থাকবে দেশের ও ক্রিকেটারদের নাম। ক্রিকেটারদের জার্সি নম্বরও থাকবে হলুদ রংয়ের। এ ছাড়া সাদা রংয়ে থাকছে ওডিআই বিশ্বকাপের লোগো।
এ বারের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের জার্সিটির রং কালো। সাদা রংয়ে লেখা থাকবে দেশের নাম। ট্রেন্ট বোল্টদের বিশ্বকাপ জার্সিতে থাকছে ধূসর রংয়ের ছটাও।
ওডিআই বিশ্বকাপের জন্য আফগানিস্তানের জার্সিটি মূলত নীল রঙের। উপরে লাল এবং কালোর নকশা রয়েছে। দেশের নাম ও বিশ্বকাপের লোগোর রং থাকছে সাদাতে। রশিদ খানদের জার্সিতে বুকের বাঁম দিকে থাকছে ক্রিকেট বোর্ডের লোগো।
ওডিআই বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসের যে জার্সি বানানো হয়েছে তা কমলা রংয়ের। জার্সিটির সামনে দেশের নাম লেখা থাকছে সাদা রংয়ে। পিছনে ক্রিকেটারদের নাম এবং জার্সির নম্বরও থাকছে সাদা রংয়ে। কলারের মাঝে এবং জার্সির হাতায় থাকছে নীল রং।