Boxing Day Test: অস্ট্রেলিয়ার মাটিতে বক্সিং ডে টেস্ট শুধু মেলবোর্নেই কেন হয়?

Dec 21, 2024 | 11:18 PM

India vs Australia, BGT 2024-2025: গত দুই অস্ট্রেলিয়া সফরেই জিতেছে ভারত। এ বার পাঁচ ম্যাচের সিরিজ। পারথে জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারত। তবে অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে হার। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়েছে। সিরিজ আপাতত সমতায়। বাকি দুটি টেস্ট হবে মেলবোর্ন ও সিডনিতে। এর মধ্যে বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। শুধু এই সিরিজেই নয়, অস্ট্রেলিয়ায় প্রতিটি বক্সিং ডে টেস্টই হয় মেলবোর্নেই। এর কারণ জানেন?

1 / 8
গত দুই অস্ট্রেলিয়া সফরেই জিতেছে ভারত। ২০১৮ সালে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল। ছবি- PTI FILE

গত দুই অস্ট্রেলিয়া সফরেই জিতেছে ভারত। ২০১৮ সালে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল। ছবি- PTI FILE

2 / 8
এ বার পাঁচ ম্যাচের সিরিজ। পারথে জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারত। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে হার। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়েছে। ছবি- PTI FILE

এ বার পাঁচ ম্যাচের সিরিজ। পারথে জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারত। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে হার। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়েছে। ছবি- PTI FILE

3 / 8
সিরিজ আপাতত সমতায়। বাকি দুটি টেস্ট হবে মেলবোর্ন ও সিডনিতে। এর মধ্যে বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। ২৬-৩০ ডিসেম্বর এই টেস্ট। ছবি- PTI FILE

সিরিজ আপাতত সমতায়। বাকি দুটি টেস্ট হবে মেলবোর্ন ও সিডনিতে। এর মধ্যে বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। ২৬-৩০ ডিসেম্বর এই টেস্ট। ছবি- PTI FILE

4 / 8
অনেক দেশেই বক্সিং ডে টেস্ট হয়। তবে অস্ট্রেলিয়ায় প্রতিটি বক্সিং ডে টেস্টই হয় মেলবোর্নেই। এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণও। যা অনন্যও বলা যেতে পারে। ছবি- PTI FILE

অনেক দেশেই বক্সিং ডে টেস্ট হয়। তবে অস্ট্রেলিয়ায় প্রতিটি বক্সিং ডে টেস্টই হয় মেলবোর্নেই। এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণও। যা অনন্যও বলা যেতে পারে। ছবি- PTI FILE

5 / 8
প্রথম বক্সিং ডে টেস্ট খেলা হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তারপর থেকে প্রতি বছরই বক্সিং ডে টেস্ট খেলে অস্ট্রেলিয়া। ছবি- PTI FILE

প্রথম বক্সিং ডে টেস্ট খেলা হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তারপর থেকে প্রতি বছরই বক্সিং ডে টেস্ট খেলে অস্ট্রেলিয়া। ছবি- PTI FILE

6 / 8
যদিও ধারাবাহিকতার মধ্যেও তিনবার নিয়ম রাখা যায়নি। ১৯৮৪, ১৯৮৮ এবং ১৯৯৪ সালে বক্সিং ডে টেস্ট হয়নি। অস্ট্রেলিয়া ছাড়াও বক্সিং ডে টেস্ট খেলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ছবি- PTI FILE

যদিও ধারাবাহিকতার মধ্যেও তিনবার নিয়ম রাখা যায়নি। ১৯৮৪, ১৯৮৮ এবং ১৯৯৪ সালে বক্সিং ডে টেস্ট হয়নি। অস্ট্রেলিয়া ছাড়াও বক্সিং ডে টেস্ট খেলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ছবি- PTI FILE

7 / 8
মেলবোর্নে যেমন প্রথম বার বক্সিং ডে টেস্ট খেলা হয়েছিল, তেমনই অস্ট্রেলিয়ার প্রথম শ্রেনির ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডেও প্রথম ম্যাচ খেলা হয়েছিল বক্সিং ডে-তেই। ১৯৮০ থেকে মেলবোর্নেই প্রতি বছর বক্সিং ডে টেস্ট হয়ে আসছে।  ছবি- PTI FILE

মেলবোর্নে যেমন প্রথম বার বক্সিং ডে টেস্ট খেলা হয়েছিল, তেমনই অস্ট্রেলিয়ার প্রথম শ্রেনির ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডেও প্রথম ম্যাচ খেলা হয়েছিল বক্সিং ডে-তেই। ১৯৮০ থেকে মেলবোর্নেই প্রতি বছর বক্সিং ডে টেস্ট হয়ে আসছে। ছবি- PTI FILE

8 / 8
এ বারও এর অন্যথা হবে না।  বক্সিং ডে-তে ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে অস্ট্রেলিয়া। পুরনো রীতি মেনে সেই ম্যাচও হবে মেলবোর্নেই। সিরিজ সমতায় থাকায় দু-দলের কাছেই এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ছবি- PTI FILE

এ বারও এর অন্যথা হবে না। বক্সিং ডে-তে ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে অস্ট্রেলিয়া। পুরনো রীতি মেনে সেই ম্যাচও হবে মেলবোর্নেই। সিরিজ সমতায় থাকায় দু-দলের কাছেই এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ছবি- PTI FILE

Next Photo Gallery