Boxing Day Test: অস্ট্রেলিয়ার মাটিতে বক্সিং ডে টেস্ট শুধু মেলবোর্নেই কেন হয়?
India vs Australia, BGT 2024-2025: গত দুই অস্ট্রেলিয়া সফরেই জিতেছে ভারত। এ বার পাঁচ ম্যাচের সিরিজ। পারথে জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারত। তবে অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে হার। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়েছে। সিরিজ আপাতত সমতায়। বাকি দুটি টেস্ট হবে মেলবোর্ন ও সিডনিতে। এর মধ্যে বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। শুধু এই সিরিজেই নয়, অস্ট্রেলিয়ায় প্রতিটি বক্সিং ডে টেস্টই হয় মেলবোর্নেই। এর কারণ জানেন?