ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া হলেও বিশ্বকাপের পুরো আসরে দুর্দান্ত পারফর্ম করেছে ভারত। অনেকদিন পর ভারতকে এই ফর্মে পেয়ে বেজায় খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ হাতছাড়া হলেও আইসিসির সেরার ক্রমতালিকায় সবদিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। (ছবি:X)
টেস্ট, টি-২০, ওডিআই প্রায় সব ফরম্যাটেই শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এই আবহে এক বার চোখ বুলিয়ে নিন আইসিসির ক্রমতালিকায় ভারতের অবস্থান । (ছবি:X)
সেরা টি-২০ দল হিসেবে আইসিসির ক্রমতালিকার শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। ৬১ টি-২০ ম্যাচ খেলে ভারতের ঝুলিতে ১৬,১৩৭ পয়েন্ট। রেটিং ২৬৫। (ছবি:X)
ওডিআই ফরম্যাটেও সেরার তকমা ভারতের। একদিনের ৫৫ টি ম্যাচ খেলে ৬,৬৪০ পয়েন্ট পেয়েছে ভারত। রেটিং রয়েছে ১২১। (ছবি:X)
টেস্ট ফরম্যাটেও বাজিমাত ভারতের। ২৯ টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৩,৪৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। রেটিং পেয়েছে ১১৮। (ছবি:X)
টি-২০ তে সেরা ব্যাটারদের শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। এই ফরম্যাটে সেরা বোলার হিসেবে বিবেচিত হয়েছেন রবি বিষ্ণোই। (ছবি:X)
ওডিআই ফরম্যাটে সেরা ব্যাটার শুভমন গিল। তাঁর ঝুলিতে রয়েছে ৮২৬ রেটিং। গিলের পরে এই তালিকায় রয়েছে পাক তারকা বাবর আজম। (ছবি:X)
টেস্ট ফরম্যাটে সেরা বোলার হিসেবে সিংহাসনে রবীচন্দ্রন অশ্বিন। ৮৭৯ রেটিং পেয়েছেন তিনি। এই ফরম্যাটেই ৪৫৫ পয়েন্ট নিয়ে সেরা অলরাউন্ডারের আসন দখন করেছেন রবীন্দ্র জাডেজা। (ছবি:X)