Asian Games 2023: ক্রিকেটে দ্বিতীয় সোনা টার্গেট ভারতের, হানঝাউ পৌঁছলেন ঋতুরাজ-লক্ষ্মণরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 28, 2023 | 10:22 AM
Asian Games 2023, Cricket: ১৯তম এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট টিম দেশকে সোনা এনে দিয়েছে। এ বার ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের সোনা জেতার পালা। সোনার পদকের লক্ষ্যে হানঝাউতে পৌঁছে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়রা। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া সাইট X এ ভারতীয় ক্রিকেট টিমের হানঝাউ যাত্রার কয়েকটি ছবি তুলে ধরা হয়েছে।
1 / 7
ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে আইসিসি ওডিআই বিশ্বকাপ শুরু হবে। তাই চলতি এশিয়ান গেমসে ক্রিকেটে ভারতের সিনিয়র টিমের সদস্যরা যেতে পারেননি। তাই, এক ঝাঁক তরুণ ক্রিকেটাররদের ১৯তম এশিয়ান গেমসে ক্রিকেটের জন্য বেছে নিয়েছে বিসিসিআই। (Pic Courtesy - SAI Media Twitter)
2 / 7
আজ বুধবার ভারত থেকে হানঝাউতে পৌঁছলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এ বারের এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছেন স্মৃতি মান্ধানা-তিতাস সাধুরা। এ বার ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের সোনা জেতার পালা। (Pic Courtesy - SAI Media Twitter)
3 / 7
সিএসকের তরুণ তুর্কি এবং ভারতীয় ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এ বারের এশিয়ান গেমসে খেলবে ভারতীয় পুরুষ ক্রিকেট টিম। ঋতুরাজ সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের ২টি ম্যাচে খেলেছেন। (Pic Courtesy - SAI Media Twitter)
4 / 7
১৯তম এশিয়ান গেমসে ভারতীয় টিমের সঙ্গে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। ভারতের এশিয়াডে ক্রিকেটে যাত্রা শুরু হবে ৩ অক্টোবর। (Pic Courtesy - SAI Media Twitter)
5 / 7
যশস্বী জয়সওয়াল নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে চিনে পৌঁছে যাওয়ার পর এই ছবি শেয়ার করেছেন। চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় টেস্টে ডেবিউ হয়েছে যশস্বীর। আর আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তাঁর টি-২০ ডেবিউ হয়েছে। (Pic Courtesy - Yashasvi Jaiswal Instagram)
6 / 7
রবি বিষ্ণোই, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জীতেশ শর্মা, রাহুল ত্রিপাঠীর মতো একঝাঁক আইপিএলের স্টার ক্রিকেটারদের এ বারের এশিয়ান গেমসে ক্রিকেটে খেলতে দেখা যাবে। (Pic Courtesy - Ravi Bishnoi Instagram)
7 / 7
এশিয়ান গেমসের জন্য চিনে পৌঁছে সোনার ছেলে নীরজ চোপড়ার সঙ্গে দেখা হয়েছে কেকেআরের তারকা রিঙ্কু সিংয়ের।