বিশ্বকাপের বছর। প্রতিটা ওয়ান ডে ম্যাচই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
এই সিরিজে নতুনদের আরও বেশি করে সুযোগ দেওয়াতেই নজর। নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর বিশ্রামে। নেতৃত্ব দিচ্ছেন স্মৃতি মান্ধানা।
তিন ম্যাচের সিরিজ। প্রথম ওয়ান ডে-তে স্মৃতি মান্ধানা নতুন মাইলফলকে। ওপেনার প্রতীকা রাওয়াল অনবদ্য ইনিংস খেলেন। বিশাল ব্যবধানে জিতলও ভারত।
টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। ক্যাপ্টেন গাবি লুইস একদিকে প্রতিরোধ গড়েন। উল্টোদিক থেকে একের পর এক উইকেট নিতে থাকে ভারত।
বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে দুর্দান্ত। দুটি রানআউট করেছে ভারত। গাবি লুইসের ৯২ রান। এ ছাড়াও হাফসেঞ্চুরি করেন লিয়া পল। শেষ অবধি ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৮ করে আয়ারল্যান্ড।
ভারতীয় বোলারদের মধ্যে প্রিয়া মিশ্র দুটি এবং তিতাস, সায়লী, দীপ্তি একটি করে উইকেট নেন। সাইমা ঠাকোর উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়েছেন।
রান তাড়ায় ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার বিধ্বংসী শুরু। মাত্র ২৯ বলে ৪১ রানে ফেরেন তিনি। আন্তর্জাতিক ওয়ান ডে-তে ৪ হাজার রানের মাইলফলকেও স্মৃতি মান্ধানা।
তরুণ ওপেনার প্রতীকা রাওয়ালের ৮৯ রানের ইনিংস। মিডল অর্ডারে অপরাজিত হাফসেঞ্চুরি তেজল হাসনবিসের। ৩৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে ভারত। সিরিজে ১-০ এগিয়ে গেলেন স্মৃতিরা। সব ছবি : BCCI