India vs Ireland: দ্রুততম সেঞ্চুরি-সর্বাধিক স্কোর-সবচেয়ে বড় জয়! ক্লিনসুইপ করলেন স্মৃতিরা…
India Women's Cricket: অবিশ্বাস্য বললেও কম হয়। এক ম্যাচ, একাধিক রেকর্ড। সেটা ব্যক্তিগত এবং দলগতও। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজও জিতল ভারত। বিশ্বকাপের বছরে ভারতের প্রাপ্তি এক নতুন ওপেনার। যিনি এই সিরিজের উঠতি প্রতিভা বলা যায়। প্রতীকা রাওয়াল। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানও করলেন। আরও একঝাঁক রেকর্ড।
1 / 8
অবিশ্বাস্য বললেও কম হয়। এক ম্যাচ, একাধিক রেকর্ড। সেটা ব্যক্তিগত এবং দলগতও। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজও জিতল ভারত।
2 / 8
বিশ্বকাপের বছরে ভারতের প্রাপ্তি এক নতুন ওপেনার। যিনি এই সিরিজের উঠতি প্রতিভা বলা যায়। স্মৃতি মান্ধানার ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়াল।
3 / 8
কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানও করলেন প্রতীকা। রানের নিরিখে ভারতীয় মহিলা দলের সবচেয়ে বড় জয়ে আরও একঝাঁক রেকর্ড।
4 / 8
এই সিরিজের আগে মেয়েদের আন্তর্জাতিক ওয়ান ডে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৫৮। গত ম্যাচেই ৩৭০ রান করেছিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারত।
5 / 8
তৃতীয় ওয়ান ডে-তে সেঞ্চুরির রেকর্ড গড়েন স্মৃতি মান্ধানা। ভারতীয়দের মধ্যে মেয়েদের ক্রিকেটে দ্রুততম ওডিআই সেঞ্চুরি। মাত্র ৮০ বলে ১৩৫ রানে থামে তাঁর ইনিংস।
6 / 8
কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি স্মরণীয় করে রাখলেন প্রতীকা রাওয়ালও। ১২৯ বলে ১৫৪ রান করেন প্রতীকা। সঙ্গে রিচা ঘোষের ক্যামিও। প্রথম বার ৪০০ পার ভারতের। ৪৩৫-৫ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বাধিক স্কোর এবং বিশ্বে চতুর্থ।
7 / 8
বল হাতে কামাল দীপ্তি শর্মা ও তনুজা কানওয়ারের। দীপ্তি ৩ ও তনুজা ২ উইকেট নেন। তিতাস, সায়লী এবং মিন্নু মনি একটি করে উইকেট নেন। মাত্র ১৩১ রানেই অলআউট।
8 / 8
আয়ারল্যান্ডকে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। মেয়েদের ওডিআইতে রানের নিরিখে ভারতের সবচেয়ে বড় জয়। প্রতীকা রাওয়াল সিরিজে ৩১০ রান করেন। ম্যাচের পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও প্রতীকার। সব ছবি : BCCI