
শেষ হতে চলল বছর। গোটা এক বছরে ক্রিকেটমহল সাক্ষী ছিল বহু ঘটনার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে যেমন অবসর নিয়েছেন তারকারা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ঠিক তেমনই দেশের জার্সিতে যাত্রা শুরু করেছেন বহু নতুন মুখ। সব ফর্ম্যাটেই উঠে এসেছেন নতুন মুখরা।(ছবি:সোশ্যাল মিডিয়া)

তেমনই ওয়ান ডেতেও উত্থান হয়েছে নতুন মুখদের। তেইশে ভারতের জার্সিতে ওডিআইতে যাত্রা শুরু করেছেন কোন তারকারা? চোখ বুলিয়ে নিন এক বার...(ছবি:সোশ্যাল মিডিয়া)

চলতি বছরেই ওয়ান ডেতে আত্মপ্রকাশ করেন রজত পাতিদার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাত্রা শুরু করেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

এই বছরই ওয়ান ডেতে যাত্রা শুরু করেন ভারতীয় তারকা রিঙ্কু সিং। বেরাহতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইতে অভিষেক হয় তাঁর। (ছবি:সোশ্যাল মিডিয়া)

জোহসেনবার্গে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ওয়ান ডে ফর্ম্যাটে আত্মপ্রকাশ করেন সাই সুদর্শন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

এই তালিকায় রয়েছেন তিলক বর্মাও। কলোম্বোতে, বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডেতে যাত্রা শুরু করেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

বাংলার মুকেশ কুমারও দেশের জার্সিতে ওয়ান ডেতে যাত্রা শুরু করেন। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে চলতি বছরে অভিষেক হয় তাঁর। (ছবি:সোশ্যাল মিডিয়া)