
ইন্ডিয়ান সুপার লিগে মরসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম ছ'ম্যাচেই হার। সপ্তম ম্যাচে ড্রয়ের পর অবশেষে অষ্টম ম্যাচে প্রথম জয়ের মুখ দেখে ইস্টবেঙ্গল।

অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পরই এএফসি চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরম্যান্স। এএফসির টুর্নামেন্টে নকআউটেও জায়গা করে নিয়েছে।

ধীরে ধীরে আইএসএলেও দুর্দান্ত পারফর্ম করছিল লাল-হলুদ। গত দুই ম্যাচে হার আবারও ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

এমন পরিস্থিতিতে আজ গোয়ায় অ্যাওয়ে ম্যাচ। এফসি গোয়ার বিরুদ্ধে হার এড়ানো প্রাথমিক লক্ষ্য। বলা যায়, মরিয়া ইস্টবেঙ্গল। নয়তো এ বারের আইএসএলের দশম হার হবে।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো অবশ্য তাঁর সময়কালে দলের পারফরম্যান্সে গর্বিত। তা অস্বীকার করারও জায়গা নেই। একঝাঁক চোট আঘাত, কার্ড সমস্যায় পিছিয়ে পড়েছে লাল-হলুদ।

আজকের ম্যাচেও এফসি গোয়ার বিরুদ্ধে পাওয়া যাবে না সাউল ক্রেসপোকে। ম্যাচ ফিট নন তিনি। এখানেই শেষ নয়। হেক্টর ইউস্তেরও চোট। তাঁকে ছাড়াই হয়তো খেলতে হবে।

চোট-আঘাতের তালিকায় ডিফেন্ডার মহম্মদ রকিপ আগেই ছিলেন। তালিকায় সংযোজন হয়েছে আরও দুই ডিফেন্ডার আনোয়ার আলি ও প্রভাত লাকরার নামও।

কার্ড সমস্যায় নেই সৌভিক চক্রবর্তী। নানা নেই-এর মাঝে ইস্টবেঙ্গলে ভরসা হয়ে উঠতে পারেন নতুন বিদেশি সেলিস। তবে একেবারেই অচেনা পরিবেশে কতটা ভরসা দিতে পারেন, সেটাই দেখার। ছবি: ইমামি ইস্টবেঙ্গলের সৌজন্যে