ইন্ডিয়ান সুপার লিগে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে মোহনবাগান। গত বারের লিগ শিল্ড জয়ীরা দুর্দান্ত ছন্দে। এ বারও সেই সম্ভাবনা রয়েছে।
মোহনবাগানের প্লে-অফ কার্যত নিশ্চিত। অঙ্কের নিরিখে আর এক পয়েন্টের অপেক্ষা ছন্দে থাকা সবুজ মেরুনের।
বুধবার ঘরের মাঠে পঞ্জাব এফসি ম্যাচেই সেটা হতে পারে। আর কী কী অঙ্ক রয়েছে মোহনবাগানের সামনে?
আইএসএলের এ মরসুমে ১৯ ম্যাচ খেলেছে মোহনবাগান। ঝুলিতে রয়েছে ৪৩ পয়েন্ট। গোলপার্থক্য +২২। পঞ্জাব ম্যাচে ড্র করলেই অঙ্কের নিরিখে প্লে-অফ নিশ্চিত মোহনবাগানের।
প্রথম দুইয়ে শেষ করতে হলে মোহনবাগানের প্রয়োজন আর ৯ পয়েন্ট। সেক্ষেত্রে সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করার সুযোগ থাকছে।
এফসি গোয়া যদি না সব ম্যাচ জেতার পাশাপাশি ১১ গোলের পার্থক্য মেটাতে পারে, সে ক্ষেত্রে ৮ পয়েন্টও যথেষ্ট মোহনবাগানের।
লিগ শিল্ড জিততে হলে মোহনবাগানের প্রয়োজন বাকি পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট। ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট জিতলে মোহনবাগানের আর কারও রেজাল্টে নির্ভরশীল হতে হবে না।
এমনকি পাঁচ ম্যাচে ৯ পয়েন্টেও লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান। সেক্ষেত্রে জামশেদপুর এফসিকে পয়েন্ট নষ্ট করতে হবে। অঙ্কের নিরিখেই শুধু নয়, জামশেদপুর গোল পার্থক্যেও মোহনবাগানের থেকে অনেক পিছিয়ে। সব ছবি- X হ্যান্ডলের সৌজন্যে