East Bengal: দলে একাধিক চোট আঘাত, মুম্বইতে ‘অপ্রতিরোধ্য’ থাকাই লক্ষ্য ইস্টবেঙ্গলের

East Bengal vs Mumbai City FC: ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতেছে লাল-হলুদ। কিন্তু চোট আঘাতে জর্জরিত টিম। এমন পরিস্থিতিতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল।

Jan 30, 2025 | 11:48 PM

1 / 8
শুরুটা হয়েছিল ঘরের মাঠে মুম্বই ম্যাচ দিয়েই। ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল।

শুরুটা হয়েছিল ঘরের মাঠে মুম্বই ম্যাচ দিয়েই। ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল।

2 / 8
গত ম্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতেছে লাল-হলুদ। কিন্তু চোট আঘাতে জর্জরিত টিম।

গত ম্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতেছে লাল-হলুদ। কিন্তু চোট আঘাতে জর্জরিত টিম।

3 / 8
এমন পরিস্থিতিতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসি গত ম্যাচে মহমেডান স্পোর্টিংকে হারিয়েছে।

এমন পরিস্থিতিতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসি গত ম্যাচে মহমেডান স্পোর্টিংকে হারিয়েছে।

4 / 8
একটি পরিসংখ্যান অবশ্য ইস্টবেঙ্গলের পক্ষেই। আইএসএলে ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি মুম্বই সিটি এফসি। একটি ম্যাচে হার, আর একটি ড্র।

একটি পরিসংখ্যান অবশ্য ইস্টবেঙ্গলের পক্ষেই। আইএসএলে ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি মুম্বই সিটি এফসি। একটি ম্যাচে হার, আর একটি ড্র।

5 / 8
ইস্টবেঙ্গলের চোটের তালিকা দীর্ঘ ছিলই। নতুন করে যোগ হয়েছে ডিফেন্ডার হিজাজি মাহের ও আক্রমণ ভাগের অন্যতম ভরসা ক্লেটন সিলভার নাম।

ইস্টবেঙ্গলের চোটের তালিকা দীর্ঘ ছিলই। নতুন করে যোগ হয়েছে ডিফেন্ডার হিজাজি মাহের ও আক্রমণ ভাগের অন্যতম ভরসা ক্লেটন সিলভার নাম।

6 / 8
অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অবশ্য হতাশার। গত আটটি অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে। একটি ড্র এবং ছ'টি হার।

অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অবশ্য হতাশার। গত আটটি অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে। একটি ড্র এবং ছ'টি হার।

7 / 8
তবে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের পর কিছুটা হলেও আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। তরুণ ব্রিগেডই ইস্টবেঙ্গলকে লড়াইয়ে রেখেছে।

তবে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের পর কিছুটা হলেও আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। তরুণ ব্রিগেডই ইস্টবেঙ্গলকে লড়াইয়ে রেখেছে।

8 / 8
মুম্বই কঠিন প্রতিপক্ষ হলেও ইস্টবেঙ্গল কোচ বলছেন, 'আইএসএলে এটাই মজা। সব দলই ব্যালান্সড এবং শক্তিশালী। রেজাল্ট যা কিছুই হতে পারে।' মুম্বইয়ের মাঠে পয়েন্ট নেওয়ার বিষয়ে তিনি যে আশাবাদী তা এই মন্তব্যেই বোঝা যায়।  ছবি: ইমামি ইস্টবেঙ্গলের সৌজন্য়ে

মুম্বই কঠিন প্রতিপক্ষ হলেও ইস্টবেঙ্গল কোচ বলছেন, 'আইএসএলে এটাই মজা। সব দলই ব্যালান্সড এবং শক্তিশালী। রেজাল্ট যা কিছুই হতে পারে।' মুম্বইয়ের মাঠে পয়েন্ট নেওয়ার বিষয়ে তিনি যে আশাবাদী তা এই মন্তব্যেই বোঝা যায়। ছবি: ইমামি ইস্টবেঙ্গলের সৌজন্য়ে