ভারতের নতুন জার্সি ভক্তদের মধ্যে আলোড়ন ফেলেছে। টিম ইন্ডিয়ার নতুন জার্সি কেনার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। (ছবি-অ্যাডিডাস ইন্ডিয়া ইন্সটাগ্রাম)
এ বার প্রকাশ্যে এসেছে নতুন জার্সিতে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের ফার্স্ট লুক। (ছবি-অ্যাডিডাস ইন্ডিয়া ইন্সটাগ্রাম)
টেস্ট, ওডিআই ও টি-২০ এই তিন ফর্ম্যাটে ৩ নতুন জার্সি পরে খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। নেটিজ়েনরা বলছেন, ভারতের নতুন জার্সিতে দারুণ দেখতে লাগছে বিরাট কোহলিকে। (ছবি-অ্যাডিডাস ইন্ডিয়া ইন্সটাগ্রাম)
বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের তরফে জানানো হয়েছে, তিন ফর্ম্যাটেই ভারতের নতুন জার্সির দাম করা হয়েছে ৪৯৯৯ টাকা। (ছবি-অ্যাডিডাস ইন্ডিয়া ইন্সটাগ্রাম)
শুধু তাই নয়, ৪৯৯৯ টাকার নতুন জার্সির পাশাপাশি ওডিআই জার্সির রেপ্লিকাও তৈরি করছে অ্যাডিডাস। যার দাম রাখা হয়েছে ২৯৯৯ টাকা। আর বিশেষ ফ্যান জার্সির দাম করা হয়েছে ৯৯৯ টাকা। (ছবি-অ্যাডিডাস ইন্ডিয়া ইন্সটাগ্রাম)
ভারতের সমর্থকরা টিম ইন্ডিয়ার নতুন জার্সি কিনতে পারবে অ্যাডিডাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। (ছবি-অ্যাডিডাস ইন্ডিয়া ইন্সটাগ্রাম)
সূত্রের খবর, ৪ জুন সকাল ১০টা থেকে অ্যাডিডাস ইন্ডিয়ার ওয়েবসাইটে ভারতের নতুন জার্সি কেনা যাবে। (ছবি-অ্যাডিডাস ইন্ডিয়া ইন্সটাগ্রাম)
টিম ইন্ডিয়ার তিন ফর্ম্যাটের জন্য তিন রকমের যে নতুন জার্সি বানানো হয়েছে তাতে বেশ মানিয়েছে শুভমন গিল-হার্দিক পান্ডিয়াদের। (ছবি-অ্যাডিডাস ইন্ডিয়া ইন্সটাগ্রাম)