আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত। ১৮, ২০ ও ২৩ অগস্ট রয়েছে তিনটি ম্যাচ। (ছবি:টুইটার)
প্রায় একবছর পর আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলে কামব্যাক করবেন জসপ্রীত বুমরা। এশিয়া কাপের দল ঘোষণার আগে তাঁর ফিটনেস দেখতে চায় বোর্ড নির্বাচকরা। (ছবি:টুইটার)
আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বুমরা। এর আগেও জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নেতা হিসেবেই কামব্যাক হচ্ছে বুমরার। প্রসিধ কৃষ্ণও চোট সারিয়ে আয়ারল্যান্ড সিরিজে কামব্যাক করছেন। (ছবি:টুইটার)
মোটামুটি সব ক্রিকেটাররাই আজ আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন। বাকিরা ফ্লোরিডা থেকে সোজা আয়ারল্যান্ডের বিমান ধরবেন। (ছবি:টুইটার)
জাতীয় দলের হয়ে এই প্রথম বার বিদেশ সফরে যাচ্ছেন রিঙ্কু সিং। তাঁর কাছে স্মরণীয় মুহূর্ত এটি। (ছবি:টুইটার)
মেন ইন ব্লু-র সঙ্গে আয়ারল্যান্ড রওনা দেওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রিঙ্কু। আইপিএলের ব্যাটিং সেনসেশন বিদেশের মাটিতে ডেবইয়ের জন্য মুখিয়ে। জীতেশ শর্মাকেও দেখা গিয়েছে। (ছবি:টুইটার)
দীর্ঘদিন পর শিবম দুবেকে ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে। একই কথা প্রযোজ্য ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রেও। (ছবি:টুইটার)
আয়ারল্যান্ড সফরে থাকছেন না হেড কোচ রাহুল দ্রাবিড়। তাঁর পরিবর্তে এই সফরে কোচ হিসেবে থাকছেন সীতাংশু কোটাক। (ছবি:টুইটার