
২০২২ সালের ২৯ ডিসেম্বর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়ে না ফেরার দেশে পাড়ি দেন ফুটবল সম্রাট পেলে (Pele)। (ছবি-টুইটার)

স্যান্টোসের নেক্রোপোল একুমেনিয়া মেমোরিয়াল সিমেট্রিকে বলা হয় বিশ্বের উচ্চতম সমাধিস্থল। সেখানেই শায়িত রয়েছেন পেলে। (ছবি-টুইটার)

১৪ তলার এই সমাধিস্থলে এখন জনসাধারণের প্রবেশাধিকার রয়েছে। সেখানে তাই পেলেকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন অনুরাগীরা। প্রতিদিন এখানে ৬০ জন ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। (ছবি-টুইটার)

চলতি বছরের ৩ জানুয়ারি থেকে স্যান্টোসের নেক্রোপোল একুমেনিয়া মেমোরিয়াল সিমেট্রিতে শায়িত রয়েছেন পেলে। (ছবি-টুইটার)

পেলের সমাধির চারপাশ সাজানো ফুটবল মাঠের মতো। সেই সমাধিক্ষেত্রর ঘরে প্রবেশের পথে রয়েছে পেলের দু'টি বড় সোনার মূর্তি। (ছবি-টুইটার)

সোনার কফিনে শায়িত রয়েছেন পেলে। তাঁর সমাধি ওপর একটি বিশাল বড় ক্রস রয়েছে। (ছবি-টুইটার)

পেলের সমাধিক্ষেত্রর ঘরের চারপাশের দেওয়ারে রয়েছে একাধিক ছবি। এই ছবিগুলি হল স্টেডিয়ামে ফ্যানেদের খেলা দেখার ছবি। (ছবি-টুইটার)

পেলের সমাধিক্ষেত্র তাঁর ভক্তদের দর্শনের জন্য উন্মোচন করার সময় তাঁর ছেলে এডসন নাসিমেন্টোও সেখানে এসেছিলেন। পুরো জায়গাটা ঘুরে দেখেন পেলের ছেলে। (ছবি-টুইটার)