আজ আন্তর্জাতিক সুডোকু দিবস (International Sudoku Day)। আর এই খেলা জনপ্রিয়তা পেয়েছে সংবাদপত্র ও বিভিন্ন ম্যাগাজিনের মাধ্যমে। (Pic Credit - pixabay)
আন্তর্জাতিক সুডোকু দিবস উপলক্ষ্যে একটা সুডোকু সলভ করে নিতে পারেন। তার আগে এক ঝলকে দেখে নিন, এই খেলা নিয়মিত খেললে কী কী উপকারিতা হয়। (Pic Credit - pixabay)
আমাদের শরীরের মতো মস্তিস্কের মাঝে মাঝে ব্যায়ামের প্রয়োজন। সুডোকু খেললে মস্তিস্কের ভালো ব্যায়াম হয়। সুডোকু সমাধান করলে মানুষের মধ্যে চিন্তা ও বুদ্ধির বিকাশ হয়। এই খেলার বিভিন্ন উপকারিতা রয়েছে। (Pic Credit - pixabay)
সুডোকু খেললে মনঃসংযোগ বাড়ে। এই খেলা আমাদের মাথা ঠাণ্ডা রেখে সমস্যার সমধান করতে সাহায্য করে। (Pic Credit - pixabay)
সুডোকু খেললে কেবল মনঃসংযোগ বাড়ে সেটা নয়, এই খেলা আমাদের মনে রাখার ক্ষমতাও বাড়ায়। (Pic Credit - pixabay)
সুডোকু খেললে অ্যালঝাইমার্স হওয়ার আশঙ্কা কমে যায়। যেহেতু সুডোকু খেললে মস্তিষ্ক সচল থাকে তাই অ্যালঝাইমার্স হওয়ার আশঙ্কা কমে। (Pic Credit - pixabay)
এই খেলা কোনও ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। (Pic Credit - pixabay)
সুডোকু সলভ করতে পারলে ছোট-বড় সকলেই আনন্দ পায়। ফলে এই খেলা বলা যায় মানুষকে খুশি করে। (Pic Credit - pixabay)