International Sudoku Day 2023: আন্তর্জাতিক সুডোকু দিবসে জানুন এই খেলার বিভিন্ন উপকারিতা…
Sudoku: ধৈর্য, মনযোগ, বুদ্ধি দিতে বাজিমাত করার খেলা সুডোকু। আজ আন্তর্জাতিক সুডোকু দিবস (International Sudoku Day)। এই জনপ্রিয় জাপানি ব্রেনটিজার গেম সুডোকুর জনক মাকু কাজি। ছোট-বড় অনেকেই সুডোকু খেলতে ভালোবাসেন। সুডোকুকে অনেকে গুপ্তধন মনে করেন। এই খেলা অনেকের কাছে নেশার মতো। এই খেলার একাধিক উপকারিতাও রয়েছে। জেনে নিন সেগুলি...