DC vs GT IPL 2023 : চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচের রং বদলে দিতে পারেন দিল্লির এই ক্রিকেটাররা
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Apr 04, 2023 | 7:00 AM
Delhi Capitals vs Gujarat Titans : চ্যাম্পিয়নের মতোই মরসুম শুরু করেছে গুজরাট টাইটান্স। অন্য দিকে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের। ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লির নেতৃত্ব ডেভিড ওয়ার্নারের হাতে। প্রথম ম্যাচে একটি স্পেলেই বিপর্যয় নেমে এসেছিল। লখনউ পেসার মার্ক উডের সেই স্পেল না এলে দিল্লিও হয়তো জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর করতে পারত। ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস নামছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। দিল্লির যাঁরা ম্যাচের রং বদলে দিতে পারেন...।
1 / 7
হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের। ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লির নেতৃত্ব ডেভিড ওয়ার্নারের হাতে। প্রথম ম্যাচে একটি স্পেলেই বিপর্যয় নেমে এসেছিল। হারলেও লড়াই করেছিলেন ডেভিড ওয়ার্নার। (ছবি : আইপিএল)
2 / 7
ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস নামছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। দিল্লির যাঁরা ম্যাচের রং বদলে দিতে পারেন তাঁদের মধ্যে অন্যতম রাইলি রোসো। বিধ্বংসী ফর্মে রয়েছেন। প্রথম ম্যাচেও সেট হয়ে আউট হন। বড় রানের লক্ষ্যে চাপ বাড়ে। (ছবি : আইপিএল)
3 / 7
দিল্লি শিবিরে নজর থাকবে পেসার মুকেশ কুমারের দিকে। গত ম্যাচেই আইপিএল অভিষেক হয় মুকেশের। প্রথম ম্যাচে উইকেট না পেলেও প্রতিশ্রুতি দেওয়ার মতোই পারফরম্যান্স করেছেন। অভিজ্ঞতা বাড়লে চাপ কাটিয়ে উঠতে পারেন মুকেশ। এই ম্যাচে বাংলার দুই পক্ষের দুই পেসার মহম্মদ সামির পাশি দিল্লির মুকেশ কুমারের দিকেও নজর থাকবে। (ছবি : টুইটার)
4 / 7
ঋষভ পন্থের অনুপস্থিতিতে উইকেট কিপার ব্যাটার হিসেবে দিল্লি খেলাচ্ছে সরফরাজ খানকে। তাঁর ব্যাটিং প্রথম ম্যাচে যাও ভরসা দিয়েছে, কিপিং নিয়ে প্রশ্ন উঠছে। স্কোয়াডে বাংলার কিপার অভিষেক পোড়েলও রয়েছেন। সরফরাজ কিপিংয়ে উন্নতি না করলে একাদশে জায়গা ধরে রাখা কঠিন। (ছবি : আইপিএল)
5 / 7
গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের নায়ক হয়ে উঠতে পারতেন খলিল আহমেদ। ভালো বোলিং করছিলেন। প্রতিপক্ষ ওপেনার কাইল মেয়ার্সের ক্যাচ ফেলে দলের বিপদ বাড়ান খলিল। বল হাতে দুটি উইকেট নিয়েছিলে। ঘরের মাঠে তাঁর ওপর ভরসা থাকবে দিল্লি ক্যাপিটালসের। (ছবি : আইপিএল)
6 / 7
দিল্লি শিবিরে নজর থাকবে চায়নাম্যান কুলদীপ যাদবের দিকে। অ্যাওয়ে ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে উইকেট না পেলেও ইকোনমি ভালো রেখে বোলিং করেছেন কুলদীপ যাদব। (ছবি : আইপিএল)
7 / 7
দিল্লি শিবিরে প্রথম ম্যাচে সবচেয়ে বেশি হতাশা ছিল মিচেল মার্শকে নিয়ে। মার্ক উডের ভয়ঙ্কর স্পেলে গোল্ডেন ডাক মার্শ। দেশের হয়ে ধারাবাহিক ভালো খেলছেন। দিল্লির সাফল্য অনেকটাই নির্ভর করবে মিচেল মার্শের ওপর। (ছবি : টুইটার)