KKR vs RCB: ইডেনে মাইলফলকের ম্যাচে নামছেন রাসেল-নারিন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 06, 2023 | 8:45 AM

Sunil Narine- Andre Russel : প্রায় চার বছর পর ইডেনে খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে এত দিন পর ম্য়াচ। আর শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি, আরসিবি, কেকেআর নানা উন্মাদনার মাঝে মাইলফলকের ম্যাচে নামছেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।

1 / 7
প্রায় চার বছর পর ইডেনে খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে এত দিন পর ম্য়াচ। আর শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি : টুইটার)

প্রায় চার বছর পর ইডেনে খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে এত দিন পর ম্য়াচ। আর শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি : টুইটার)

2 / 7
বিরাট কোহলি, আরসিবি, কেকেআর নানা উন্মাদনার মাঝে মাইলফলকের ম্যাচে নামছেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের দুই সেরা ক্রিকেটার মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবেন সন্দেহ নেই। (ছবি : টুইটার)

বিরাট কোহলি, আরসিবি, কেকেআর নানা উন্মাদনার মাঝে মাইলফলকের ম্যাচে নামছেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের দুই সেরা ক্রিকেটার মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবেন সন্দেহ নেই। (ছবি : টুইটার)

3 / 7
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শততম ম্যাচ খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অন্য়তম গুরুত্বপূর্ণ মুখ আন্দ্রে রাসেল। (ছবি : টুইটার)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শততম ম্যাচ খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অন্য়তম গুরুত্বপূর্ণ মুখ আন্দ্রে রাসেল। (ছবি : টুইটার)

4 / 7
আন্দ্রে রাসেলের মতো ইডেনে ঘরের মাঠের সমর্থকদের সামনে স্মরণীয় একটা ম্যাচ খেলতে চলেছেন অলরাউন্ডার সুনীল নারিনও। (ছবি : টুইটার)

আন্দ্রে রাসেলের মতো ইডেনে ঘরের মাঠের সমর্থকদের সামনে স্মরণীয় একটা ম্যাচ খেলতে চলেছেন অলরাউন্ডার সুনীল নারিনও। (ছবি : টুইটার)

5 / 7
কেরিয়ারের ১৫০ তম আইপিএল ম্যাচ খেলতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের উপযোগী প্লেয়ার সুনীল নারিন। নাইট এবং নারিন যেন সমার্থক। ঘরের মাঠে মাইলফলকের ম্যাচে বিশেষ নজর থাকবে নারিনের দিকে। (ছবি : টুইটার)

কেরিয়ারের ১৫০ তম আইপিএল ম্যাচ খেলতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের উপযোগী প্লেয়ার সুনীল নারিন। নাইট এবং নারিন যেন সমার্থক। ঘরের মাঠে মাইলফলকের ম্যাচে বিশেষ নজর থাকবে নারিনের দিকে। (ছবি : টুইটার)

6 / 7
সুনীল নারিনের বিরুদ্ধে বিরাটদের রেকর্ড ভালো নয়। স্পিনারদের বিরুদ্ধে বেশ সমস্য়ায় পড়েন বিরাট, ডুপ্লেসি, ম্যাক্সওয়েলরা। আরসিবি-র বিরুদ্ধে নতুন একটা ম্যাচেও নারিনের দিকে বাড়তি নজর থাকবে। (ছবি : টুইটার)

সুনীল নারিনের বিরুদ্ধে বিরাটদের রেকর্ড ভালো নয়। স্পিনারদের বিরুদ্ধে বেশ সমস্য়ায় পড়েন বিরাট, ডুপ্লেসি, ম্যাক্সওয়েলরা। আরসিবি-র বিরুদ্ধে নতুন একটা ম্যাচেও নারিনের দিকে বাড়তি নজর থাকবে। (ছবি : টুইটার)

7 / 7
প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৭ রানে হারে কলকাতা নাইট রাইডার্স। ম্য়াচে রাসেলের বোলিং ব্য়বহার হয়নি। ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন। শততম ম্য়াচ খেলতে নামা রাসেলের দিকেও বিশেষ আকর্ষণ থাকবে।  (ছবি : টুইটার)

প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৭ রানে হারে কলকাতা নাইট রাইডার্স। ম্য়াচে রাসেলের বোলিং ব্য়বহার হয়নি। ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন। শততম ম্য়াচ খেলতে নামা রাসেলের দিকেও বিশেষ আকর্ষণ থাকবে। (ছবি : টুইটার)

Next Photo Gallery