
প্রায় চার বছর পর ইডেনে খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে এত দিন পর ম্য়াচ। আর শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি : টুইটার)

বিরাট কোহলি, আরসিবি, কেকেআর নানা উন্মাদনার মাঝে মাইলফলকের ম্যাচে নামছেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের দুই সেরা ক্রিকেটার মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবেন সন্দেহ নেই। (ছবি : টুইটার)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শততম ম্যাচ খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অন্য়তম গুরুত্বপূর্ণ মুখ আন্দ্রে রাসেল। (ছবি : টুইটার)

আন্দ্রে রাসেলের মতো ইডেনে ঘরের মাঠের সমর্থকদের সামনে স্মরণীয় একটা ম্যাচ খেলতে চলেছেন অলরাউন্ডার সুনীল নারিনও। (ছবি : টুইটার)

কেরিয়ারের ১৫০ তম আইপিএল ম্যাচ খেলতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের উপযোগী প্লেয়ার সুনীল নারিন। নাইট এবং নারিন যেন সমার্থক। ঘরের মাঠে মাইলফলকের ম্যাচে বিশেষ নজর থাকবে নারিনের দিকে। (ছবি : টুইটার)

সুনীল নারিনের বিরুদ্ধে বিরাটদের রেকর্ড ভালো নয়। স্পিনারদের বিরুদ্ধে বেশ সমস্য়ায় পড়েন বিরাট, ডুপ্লেসি, ম্যাক্সওয়েলরা। আরসিবি-র বিরুদ্ধে নতুন একটা ম্যাচেও নারিনের দিকে বাড়তি নজর থাকবে। (ছবি : টুইটার)

প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৭ রানে হারে কলকাতা নাইট রাইডার্স। ম্য়াচে রাসেলের বোলিং ব্য়বহার হয়নি। ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন। শততম ম্য়াচ খেলতে নামা রাসেলের দিকেও বিশেষ আকর্ষণ থাকবে। (ছবি : টুইটার)