Star Performer : ‘সুপার ফোর’-এ ইমপ্যাক্ট ফেলেছেন কারা? দেখুন তো মেলে কিনা!
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Apr 10, 2023 | 10:00 AM
IPL 2023 : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনি ও রবিবার ডাবল হেডার থাকে। এ সপ্তাহেও তাই ছিল। এই দুদিনে চারটি ম্য়াচ। এর মধ্যে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্য়াচটিই যে সেরা, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এই চার ম্য়াচে কেউ বা নায়ক, কেউ আবার ট্র্য়াজিক নায়ক! দেখুন তো তালিকাটা মেলে কিনা...।
1 / 10
রবিবার, দিনের প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। বেশ কিছু অনবদ্য পারফরম্য়ান্স দেখা গিয়েছে। প্রথমে বলা যাক বিজয় শঙ্করের কথা। প্রায় হারিয়ে যেতে বসা, জাতীয় দলে ব্রাত্য বিজয় শঙ্কর মাত্র ২৪ বলে ৬৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি মেরেছেন বিজয় শঙ্কর। (ছবি : আইপিএল)
2 / 10
গুজরাট টাইটান্স ব্যাটিংয়ে যেমন বিজয় শঙ্কর, বোলিংয়ে অবশ্যই রশিদ খান। প্রথম তিন ওভারে দিয়েছিলেন ৩৫ রান। স্পেলের শেষ ওভারে হ্য়াটট্রিক করে কলকাতা নাইট রাইডার্সকে ব্য়াকফুটে ঠেলে দেন। ম্য়াচ শেষ সময় টাইটান্সের হাতেই। (ছবি : আইপিএল)
3 / 10
টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে অবিশ্বাস্য় জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যার প্রাথমিক কাজটা করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন ভেঙ্কি। মাত্র ৪০ বলে ৮৩ রানে কেকেআরের ভিত গড়ে দিয়েছিলেন। (ছবি : আইপিএল)
4 / 10
শেষ অবধি কলকাতা নাইট রাইডার্সের জয়ের নায়ক হয়ে ওঠেন রিঙ্কু সিং। শেষ ওভারের প্রথম বলেই উমেশ যাদব সিঙ্গল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক ফিরিয়ে দেন। বাকি পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে রূপকথার জয় এনে দেন রিঙ্কু সিং। ২১ বলে ৪৮ রানের ইনিংসে ১টি মাত্র বাউন্ডারি। আধডজন ওভার বাউন্ডারি মেরেছেন রিঙ্কু। ম্যাচের সেরাও তিনিই। (ছবি : আইপিএল)
5 / 10
রবিবার, দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। হারের হ্য়াটট্রিক আটকাতে মরিয়া সানরাইজার্স বেশ কিছু পরিবর্তন করে। তার মধ্যে অন্য়তম মায়াঙ্ক মারকান্ডেকে সুযোগ দেওয়া। প্রায় তিন বছর পর আইপিএলে প্রত্যাবর্তন ম্য়াচে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট মায়াঙ্কের। (ছবি : আইপিএল)
6 / 10
পঞ্জাব কিংসের ব্যাটিং ভরাডুবির মাঝে একা লড়াই করলেন শিখর ধাওয়ান। ওপেন করতে নেমেছিলেন। অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন। ১৫০ স্ট্রাইকরেটে ৯৯ রানে অপরাজিত ধাওয়ান। পঞ্জাব হারলেও ম্য়াচের সেরার পুরস্কারও শিখর ধাওয়ানই জিতলেন। (ছবি : আইপিএল)
7 / 10
শনিবার, দিনের প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটাল। প্রথমে ব্য়াট করে রাজস্থান। অভিজ্ঞ বাটলারের সঙ্গে নজর কাড়েন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। মাত্র ৩১ বলে ৬০ রানের ইনিংস। ১১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মেরেছেন। (ছবি : আইপিএল)
8 / 10
রাজস্থান রয়্যালসের ৫৭ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। ৪ ওভারের ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন যুজবেন্দ্র। (ছবি : আইপিএল)
9 / 10
দিনের দ্বিতীয় ম্য়াচে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এই ম্য়াচে টিম গেমে জয় সিএসকের। তবে বোলিংয়ে-ফিল্ডিংয়ে জাডেজার অবদান আলাদা করে উল্লেখ করতেই হয়। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন জাডেজা। এর মধ্যে নিজের বোলিংয়েই অভাবনীয় একটা ক্যাচও রয়েছে জাড্ডুর। (ছবি : আইপিএল)
10 / 10
চেন্নাই ব্য়াটিংয়ে ধারাবাহিক তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। তবে ওয়াংখেড়েতে 'তরুণ' ব্য়াটারের দাপট দেখা গেল। অজিঙ্ক রাহানে। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। এর মধ্যে আর্শাদ খানের এক ওভারেই তোলেন ২৩ রান। সব মিলিয়ে ২৭ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস। (ছবি : আইপিএল)