জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পঞ্জাব কিংস। শিখর ধাওয়ানের নেতৃত্বে শুরুটা দুর্দান্ত হলেও এ বার কঠিন লড়াই। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে মাত্র ৭ রানে জিতেছে পঞ্জাব কিংস। আজ তাদের সামনে গত বারের রানার্স রাজস্থান রয়্যালস। (ছবি : আইপিএল)
রাজস্থানও প্রথম ম্যাচে জিতেছে। গুয়াহাটিতে পঞ্জাব শিবিরের যাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন...। তাঁদের মধ্যে প্রথম নামটা অবশ্যই অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথম ম্যাচেও ৪০ রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন। নেতৃত্ব এবং ব্য়াটিং, দুই-ই উপভোগ করছেন। (ছবি : আইপিএল)
পঞ্জাব শিবিরে নজর থাকবে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংয়ের দিকে। প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন। রাজস্থান ওপেনার জস বাটলারের বিরুদ্ধে অর্শদীপের রেকর্ড খুবই ভালো। (ছবি : আইপিএল)
আইপিএলের মঞ্চে অন্যতম সেরা ব্য়াটার ভানুকা রাজপক্ষ। শ্রীলঙ্কার এই ব্য়াটার এখনও অবধি ছাপ ফেলেছেন। পঞ্জাবের হয়ে মরসুমের প্রথম ম্যাচেই বিধ্বংসী অর্ধশতরানের ইনিংস খেলেন ভানুকা। (ছবি : আইপিএল)
মিনি অকশনে রেকর্ড দরে স্যাম কারানকে নিয়েছিল পঞ্জাব কিংস। আইপিএল অকশনে সবচেয়ে বেশি দর উঠেছে স্যাম কারানের। পারফরম্য়ান্সেও নজর কাড়ার চাপ। প্রথম ম্যাচ প্রত্যাশা অনুযায়ী হয়নি। নজর থাকবে রাজস্থানের বিরুদ্ধে। (ছবি : আইপিএল)
ভারতের মাটিতে খুব বেশি খেলার অভিজ্ঞতা না থাকলেও নজর কাড়তে পারেন তরুণ মিডিয়াম পেসার নাথান এলিস। মূলত টি-টোয়েন্টি স্পেশালিস্ট এই অজি পেসার। প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ভালো বোলিং করেছেন। (ছবি : আইপিএল)
ব্য়াটিং-বোলিং-ফিল্ডিং, অন্য়তম সেরা অলরাউন্ডার হয়ে উঠেছেন সিকান্দার রাজা। জিম্বাবোয়ের এই ক্রিকেটারকে বেস প্রাইসে নিয়েছিল পঞ্জাব। সিদ্ধান্ত কতটা সঠিক, প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন সিকান্দার। আইপিএলে প্রথম মরসুমে ছাপ ফেলাই লক্ষ্য। (ছবি : আইপিএল)