নামেই মিনি অকশন। আসলে দুবাইয়ের কোকাকোলা এরিনায় হওয়া ২০২৪ আইপিএল নিলাম (IPL 2024 Auction) এক অভিনবত্ব রেখে গেল। (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)
আইপিএলের ম্যাচ মানেই বরাবর বিনোদনের পসরা। এ বার আইপিএলের নিলামেও দর্শকদের জন্য থাকছে ভরপুর বিনোদন। (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)
এতদিন শুধু টেলিভিশন এবং মোবাইলের পর্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম উপভোগ করার সুযোগ পেতেন দর্শকরা। (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)
আইপিএলের নিলাম এ বার দরজা খুলে দিয়েছে দর্শকদের জন্য। যা কখনও হয়নি, তা-ই হল এ বার দুবাইতে। আর ইতিহাস তৈরি হল। (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)
আইপিএলের জন্মলগ্ন থেকে নিলাম ঘরে প্রবেশের সুযোগ ছিল দলের কোচ, কর্তাদের। ২০২৪ আইপিএলে দেখা গেল অন্য ছবি। এই প্রথম আইপিএলের নিলাম পরিচালনা করছেন কোনও মহিলা। মল্লিকা সাগর দায়িত্ব সহকারে নিলামকারীর ভূমিকা পালন করলেন। (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)
দর্শকরাও একগাল হাসি নিয়ে নিলাম ঘরে প্রবেশ করলেন। এক্কেবারে সামনে থেকে উপভোগ করার সুযোগ পেলেন আইপিএল নিলাম। (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)
আইপিএল-২০২৪ এর নিলাম চলাকালীন দর্শকদের দেখা গেল, তাঁদের প্রিয় দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ করতে। কোনও প্লেয়ারকে নিয়ে বিড করার সময় গ্যালারি থেকে রীতিমতো উত্তেজনা প্রকাশ করতে দেখা যায় দর্শকদের। (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)
আইপিএলের মিনি নিলামে ইতিহাস গড়েছেন মিচেল স্টার্ক। কেকেআর তাঁকে নেওয়ার জন্য রীতিমতো লড়াই করেছে গুজরাট টাইটান্সের সঙ্গে। শেষ অবধি ২৪.৭৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য প্যাট কামিন্সকে নিয়েছে গম্ভীরের দল। (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়েবসাইট)