IPL 2024 Auction: হাতে আর কয়েক ঘণ্টা, জানুন নিলামে দর বাড়তে পারে কোন বোলারদের?
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Dec 19, 2023 | 8:00 AM
Top Capped Bowlers: দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই হবে ৩৩৩ জন ক্রিকেটারদের মধ্যে। কার ভাগ্যে কী রয়েছে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এই আবহে জেনে নিন আইপিএলের নিলামে দর বাড়বে কোন বোলারদের? তাঁদের দলে টানতে লড়বে কোন কোন ফ্র্যাঞ্চাইজি?
1 / 8
আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। তারপরই দুবাইয়ের কোকা কোলা এরিনার নিলাম ঘরে ভাগ্য নির্ধারণ হবে ৩৩৩ জন ক্রিকেটারদের। (ছবি: সোশ্যাল মিডিয়া)
2 / 8
দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই হবে ৩৩৩ জন ক্রিকেটারদের মধ্যে। কার ভাগ্যে কী রয়েছে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। (ছবি: সোশ্যাল মিডিয়া)
3 / 8
এই আবহে জেনে নিন আইপিএলের নিলামে দর বাড়বে কোন বোলারদের? তাঁদের দলে টানতে লড়বে কোন কোন ফ্র্যাঞ্চাইজি? (ছবি: সোশ্যাল মিডিয়া)
4 / 8
উমেশ যাদবকে রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি বেস প্রাইসে নাম রেজিস্টার করেছেন উমেশ। তাঁকে দলে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো। (ছবি: সোশ্যাল মিডিয়া)
5 / 8
ওডিআউ বিশ্বকাপে নজর কেড়েছেন অজি তারকা মিচেল স্টার্ক। ২০১৫ সালের পর ফের আইপিএলে খেলবেন স্টার্ক। তাঁর বেস প্রাইস ২ কোটি। বিশ্বকাপের পারফরম্যান্সের জন্য কদর বাড়বে তাঁর। (ছবি: সোশ্যাল মিডিয়া)
6 / 8
ইংরেজ তারকা আদিল রশিদকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়াদ্রাবাদ। ২ কোটি বেস প্রাইজে নাম রেজিস্টার করেছেন তিনি। তাঁকে দলে নিতে লড়াই হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। (ছবি: সোশ্যাল মিডিয়া)
7 / 8
ওডিআই বিশ্বকাপে এক নতুন আফগান কাব্য লিখেছে আফগানিস্তান। বিশ্বকাপের ফসল পেতে চলেছেন আফগান তারকারা। এই তালিকায় রয়েছেন মুজিবউর রহমান। ২০২৩ নিলামে অবিক্রিত থেকেছেন। তবে এ বার দর বাড়তে পারে তাঁর। (ছবি: সোশ্যাল মিডিয়া)
8 / 8
কিউয়ি পেসার লকি ফার্গুসনকে ছেড়ে দিয়েছে কেকেআর। ২ কোটি বেস প্রাইসে নাম রেজিস্টার করেছেন তিনি। তাঁর মতো তারকা পেসারকে দলে নিতে ঝাঁপাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। (ছবি: সোশ্যাল মিডিয়া)