চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষ স্থান দখলে রেখেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ১৬তম আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ঋতুরাজ করেছেন ১৮৯ রান। সর্বাধিক ৯২ রান।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার অরেঞ্জ ক্য়াপের লড়াইয়ের ২ নম্বরে উঠে এসেছেন। তিনি এখনও অবধি এ বারের আইপিএলের ৩টি ম্যাচে খেলে ১৫৮ রান করেছেন।
গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী রাজস্থান রয়্যালসের জস বাটলার অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন। ৩ ম্যাচে তিনি করেছেন ১৫২ রান।
অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। এখনও অবধি এ বারের আইপিএলে ৩টি ম্যাচে খেলে মোট ১৩৯ রান করেছেন তিনি।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৫ নম্বরে নেমে গিয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এখনও অবধি আইপিএল-১৬-র দু'টি ম্যাচে খেলে শিখর করেছেন ১২৬ রান।
রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জসওয়াল অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন ৬ নম্বরে। এখনও অবধি এ বারের আইপিএলে ৩ ম্যাচে খেলে তিনি করেছেন ১২৫ রান।
চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ২টি ম্যাচে খেলে ২টিতে হারলেও, রোহিতের দলের তিলক ভার্মা শুরু থেকেই রয়েছেন অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে। আট নম্বর থেকে ৭ নম্বরে উঠে এসেছেন তিনি। ২ ম্যাচে তিনি করেছেন মোট ১০৬ রান।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে থেকে ৮ নম্বরে নেমে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ২ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ১০৩ রান।
রাজস্থানের শিমরন হেটমায়ার অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে নয় নম্বরে উঠে এসেছেন। এখনও অবধি ১৬তম আইপিএলে ৩ ম্যাচে খেলে মোট ৯৭ রান করেছেন শিমরন।
অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৫ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। এখনও অবধি ১৬তম আইপিএলে ৩ ম্যাচে খেলে মোট ৯৭ রান করেছেন সঞ্জু।