Irfan Pathan: প্রথম বার হিজাব ছাড়া স্ত্রীর মুখ দেখালেন ইরফান, কিন্তু কেন জানেন?
Irfan Pathan's Wedding Anniversary: সাফা বেইগকে (Safa Baig) দেখে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ হয়ে গিয়েছিল ইরফান পাঠানের (Irfan Pathan)। একসময় মডেলিং দুনিয়া কাঁপাতেন ইরফানের স্ত্রী। কিন্তু দীর্ঘ সময় তাঁর মুখ দেখেননি ইরফানের অনুরাগীরা। এ বার বিয়ের আট বছর পর প্রথম বার হিজাব ছাড়া স্ত্রীর ছবি শেয়ার করলেন ইরফান পাঠান।
1 / 8
ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রী সাফা বেইগ। তাঁকে প্রথম বার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন ইরফান পাঠান। (ছবি-ইরফান পাঠানের সোশ্যাল মিডিয়া সাইট X)
2 / 8
আরবের জেদ্দার বিত্তশালী এক পরিবারে সাফা বেইগের জন্ম হয়েছিল। ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের থেকে সাফা ১০ বছরের ছোট। (ছবি-ইরফান পাঠানের সোশ্যাল মিডিয়া সাইট X)
3 / 8
সাফা বেইগ রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হয়েও মডেলিংকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। গাল্ফের জনপ্রিয় মডেল হিসেবে তিনি পরিচিতি পেয়েছিলেন। কিন্তু ইরফানের সঙ্গে বিয়ের পর তাঁর আর মুখ খোলা কোনও ছবি দেখা যেত না। (ছবি-ইরফান পাঠানের সোশ্যাল মিডিয়া সাইট X)
4 / 8
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল ইরফান পাঠান ও সাফা বেইগের। তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী আজ। এই উপলক্ষ্যে স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে উইশ করেছেন ইরফান। তাতে দেখা গিয়েছে সাফার মুখ। (ছবি-ইরফান পাঠানের সোশ্যাল মিডিয়া সাইট X)
5 / 8
বিয়ের ৮ বছর পর এই প্রথম বার স্ত্রী সাফার মুখে হিজাব বা মাস্ক পরা ছাড়া ছবি শেয়ার করলেন ইরফান পাঠান। (ছবি-ইরফান পাঠানের সোশ্যাল মিডিয়া সাইট X)
6 / 8
২০১৬ সালের ২০ ডিসেম্বর ইরফান ও সাফার ছেলের জন্ম হয়। অতীতে সাফা এই ছবি শেয়ার করার খুব হইচই হয়েছিল। সে সময় ইরফান জানান, সাফা নিজের ইচ্ছেতে ওই ছবিতে তাঁর মুখ ব্লার (ঝাপসা) করেছেন। (ছবি-ইরফান পাঠানের সোশ্যাল মিডিয়া সাইট X)
7 / 8
এতদিন ইরফান পাঠানের স্ত্রী সাফার যে সকল ছবি দেখা গিয়েছে তাতে হয়তো মাস্ক, না হলে হিজাব দিয়ে মুখ ঢাকা থাকত। (ছবি-ইরফান পাঠানের সোশ্যাল মিডিয়া সাইট X)
8 / 8
সাফার মুখ ঢাকা ছবি নিয়ে কম আলোচনা হত না। অনেকের দাবি ছিল ইরফানের সঙ্গে বিয়ের পরই এমন বদলে গিয়েছেন সাফা। অনেকেই বলাবলি করতেন, ইরফানের জন্যই হয়তো সাফা নিজের মুখ ঢাকা ছাড়া ছবি দেন না। পরবর্তীতে এক সাক্ষাৎকারে সাফা জানিয়েদেন ইরফানের জন্য নয়, নিজের ইচ্ছেতেই তিনি মুখ ঢাকা ছাড়া ছবি কোথাও দেন না। (ছবি-ইরফান পাঠানের সোশ্যাল মিডিয়া সাইট X)