ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) এক, দুই, তিন নয় পাঁচ বার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন বানিয়েছেন হিটম্যান। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালগুলিতে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আইপিএল খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ৫ বার চ্যাম্পিয়ন বানানো প্রথম ক্যাপ্টেন রোহিত শর্মা। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
২০২৪ সালের আইপিএলের (IPL 2024) আগে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের দায়িত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় MI এর নতুন নেতা হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করা হয়েছে। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
রোহিত শর্মা অধিনায়কের দায়িত্ব হারাতেই ক্ষতি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। সোশ্যাল মিডিয়ায় হু হু করে মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার্স সংখ্যা কমে গিয়েছে। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
শুক্রবার সন্ধেয় রোহিতের বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা হয়। সোশ্যাল মিডিয়া সাইটে তারপর থেকে লাফিয়ে লাফিয়ে ফলোয়ার্স সংখ্যা কমতে থাকে মুম্বইয়ের। X-এ প্রায় ৪ লক্ষ ফলোয়ার্স আনফলো করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে যে কতটা জনপ্রিয়, তারই প্রমাণ পাওয়া যায় এই ঘটনা থেকে। মুম্বইয়ের ক্রিকেট প্রেমী এবং রোহিত ভক্তরা এক এক করে আনফলো করতে থাকেন MI-কে। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
শুধু মুম্বই ইন্ডিয়ান্সকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে শান্ত হননি রোহিত ও MI এর ভক্তরা। নেটদুনিয়ায় ভাইরাল মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীদের জার্সি, টুপি ও পতাকা আগুনে পুড়িয়ে দেওয়ার ভিডিয়ো। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের এই পদক্ষেপ থেকেই পরিষ্কার, এখনই রোহিত শর্মার মসনদে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দেখতে চাইছেন না MI ভক্তরা। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)